রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:২৭ অপরাহ্ন
বনের বাঘ লোকালয়ে থাবায় আহত ৪
বাঘটিকে মেরে ফেলেছে জনতা
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ক্ষেতে কাজ করার সময় একটি চিতা বাঘ দেখতে পায় কৃষকেরা। বনের বাঘ লোকালয়ে দেখে গ্রামবাসী জোটবদ্ধ হয়ে লাঠি সোঠা দিয়ে চিতা বাঘটিকে পিটিয়ে মারে এ সময় বাঘের থাবায় এক শিশুসহ ৪ ব্যক্তি আহত হয়।
ঘটনাটি(২০ ফেব্রুয়ারি বুধবার) সকাল দশটার
দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের আকালি
বেচা গ্রামে ক্যানেল নামক স্থানে।
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র রায়। বাঘের থাবায় আক্রান্ত ব্যক্তিরা হলেন নায়েব আলি ৩৫, বুলেট ৩২, ফেরদৌস ৩২ ও ৬ বছরের এক শিশু। মাঝেমধ্যে বিভিন্ন প্রকৃতির জীব জানোয়ারের আক্রমনে মানুষ আক্রান্ত হওয়ায় নীলাফামারী জেলাবাসীর মনে কিছুটা আতংক কাজ করছে।