রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন
ডোমারে বর্নাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে বর্নাঢ্য আয়োজনের
মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার(১৬ ডিসেম্বর)ভোর ৬ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তি
যুদ্ধের বীর শহীদদের স্বরণে নির্মিত হৃদয়ে স্বাধীনতা প্রাঙ্গণে ৩১তোপধ্বনি ও পুষ্পমাল্য অর্পনের মধ্যদিয়ে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়।
সূচনা লগ্নে পুষ্প মাল্যপ্রদান করেন বাংলাদেশ সরকারের পক্ষে উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার নাজমুল আলম বিপিএএ।
পরে পর্যায়ক্রমে উপজেলা পরিষদ,ডোমার থানা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,ফায়ার ডিফেন্স সার্ভিস,আনসার,বীর-মুক্তিযোদ্ধা,সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের
পক্ষথেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।এরপর সাধারন মানুষের ঢলনামে হৃদয়ে স্বাধীনতা চত্তরে।
বিজয় দিবস পালনে ডোমার বহুমুখী বিদালয় মাঠে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, সহকারী কমিশনার (ভুমি)জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ডোমার থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন কানিজ,বীর-মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ড মোঃ আব্দুল জব্বারসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগন,উপজেলা স্বাস্থ্য প.প.
অফিসার ডা.আব্দুল বারি,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনজুরুল হক চৌধুরী প্রমুখ।
অপর দিকে বিজয় দিবস পালনে বাদ যায়নি উপজেলার হরিনচড়া ইউনিয়নের শালমারা গ্রামে এস সি ও শালমারা বন্দরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটি।
বিজয় দিবস পালন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান রাসেল রানা,বিদ্যালয়ের দুটির প্রধান শিক্ষক মজিবুল হক চৌধুরী ও মিনু বেগম। আরো উপস্থিত ছিলেন বন্দরপাড়া বিদ্যালয়ের জমিদাতা সদস্য বাবু
জগদীশ চন্দ্র রায় অত্র বিদালয়ের ম্যানেজিং
কমিটির সদস্যসহ সকল শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।