শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ অপরাহ্ন
আমরা কজন মুজিব সেনা’ একতা সংঘের পক্ষ থেকে চট্টগ্রাম ১১ আসনের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন কে ফুলেল শুভেচছা ও সমর্থন জ্ঞাপন।
মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে “আমরা কজন মুজিব সেনা একতা সংঘে”র পক্ষ থেকে চট্টগ্রাম ১১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার সুলতান আহমেদ ডিগ্রী কলেজের ভিপি জননন্দিত নেতা হাজী জিয়াউল হক সুমনকে ফুলেল শুভেচ্ছা ও তার নির্বাচনে ফসিউল আলম আমির সাধুর বাড়ির এলাকাবাসীর পক্ষ থেকে সমর্থন জানিয়ে ফুল দিয়ে বরন করে নেন।
৩৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জন সমর্থনের ধারাবাহিকতার অংশ হিসেবে “আমরা কজন মুজিব সেনা একতা সংঘ” এর নেতৃবৃন্দ রাত ১২টা ১ মিনিটে স্বতন্ত্র প্রার্থী হাজী জিয়াউল হক সুমনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তার নির্বাচনে সমর্থন জানান।
এসময়ে, “আমরা কজন মুজিব সেনা একতা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি
সৈয়দ সাদাত নূর (ইতু) বলেন,
৩৯ নং ওয়ার্ড থেকে বার বার নির্বাচিত ওয়ার্ড কমিশনার হাজী জিয়াউল হক সুমন ভাই প্রকৃত অর্থে একজন কর্মি বান্ধব, শ্রমজীবি, ও এলাকার উন্নয়নের একজন মহা কারিগর, তিনি ৩৯ নং ওয়ার্ডটাকে যেভাবে পরিচ্ছন্ন ও উন্নয়ন মূলক কাজ করেছেন তিনি যদি আগামীতে চট্টগ্রাম ১১ আসনের এমপি নির্বাচিত হন তাহলে ১১ আসনের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং যেসব নেতা কর্মিদেরকে অবমূল্যায়ন করা হয়েছে তাদের সঠিক মূল্যায়ন করবেন কারণ তিনি একজন কর্মিবান্ধব নেতা। তার বিরুদ্ধে যেসব গুজব ও মিথ্যা রটনা ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা এটা জনগণ ভোটের মাধ্যমে রায় দিয়ে প্রমাণ করবেন। আমরা ৩৯ নম্বর ওয়ার্ড বাসি হাজী জিয়াউল হক সুমন ভাইকে সম্পূর্ণরূপে সমর্থন জ্ঞাপন করছি। এসময়ে উপস্থিত ছিলেন আমরা কজন মুজিব সেনা একতা সংঘের কার্যকরি সভাপতি অনিক সিকদার (অনিক),মোঃ সুজন খান, সজিব শেখ, খাজা নিজাম উদ্দীন (সাজ্জাদ),রোমান, মানিক, মোঃ রাজু সহ প্রমুখ।
এ সময়ে স্বতন্ত্র প্রার্থী হাজী জিয়াউল হক সুমন বলেন, আপনারা এলাকাবাসী আমাকে সমর্থন দিয়ে আমাকে চির ঋনি করে রাখলেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ১১ আসনের এলাকার উন্নয়ন অবমূল্যায়ন প্রাপ্ত নেতা কর্মীদের সঠিক মূল্যায়ন,করে আমি যেন আপনাদের সেবক হতে পারি তার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
আমাকে নিয়ে যারা গুজব ছড়িয়ে রসদ যোগাচ্ছেন তাদের সঠিক জবাব একমাত্র ভোটার রাই দিতে পারেন। নেতা নয় সেবক হয়ে আপনাদের পাশে ছিলাম আগামীতেও আপনাদের ভাই ও সেবক হয়ে থাকতে চাই, আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।