শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৯ অপরাহ্ন
ডোমারে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে ধরনীগঞ্জ হাটে ট্রাকের ধাক্কায় আঃ রাজ্জাক (৪৭)নামে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার(৪ ডিসেম্বর)রাত আনুমানিক নয়টার
দিকে উপজেলার হরিনচড়া ইউনিয়নের ধরনীগঞ্জ হাটের প্রশিকা অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আঃ রাজ্জাক হরিনচড়া ইউনিয়নের খানাবাড়ী গ্রামের ৭ নং ওয়ার্ডের মৃতঃকাসেম(কামার)ছেলে।মৃতের তিন ছেলে,
দুই মেয়ে আছে বলে যানা গেছে।
স্থানীয় সুত্রে জানাযায় হরিনচড়া ইউনিয়নের ধরনীগঞ্জ হাট থেকে বাড়ি ফেরার পথে প্রশিকা অফিসের সামনে ডোমারের দিক হতে আসা মালবোঝাই কয়েকটি ট্রাক নীলফামারীর অভিমুখে যাচ্ছিল।এমন সময় তার ব্যাটারীচালিত ভ্যান গাড়িটিতে ধাক্কা লাগলে সড়কের ধারে সিটকে পড়েন রাজ্জাক। এতেই
ঘটে দুর্ঘটনা।ঘাতক ট্রাকটি পালিয়েছে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান রাসেল রানা মৃত্যুর
বিষটি নিশ্চিত করেন।
ডোমার থানার এস আই কাজল কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় মামলার প্রস্তুুতি চলছে।