শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন
ডোমার-ডিমলা-১ আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে(ডোমার-ডিমলা) নীলফামারী-১আসনে প্রার্থীরা ব্যাপক উৎসাহ ও আনন্দমুখর পরিবেশে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছে।
বৃহস্পতিবার(৩০ নভেম্বর)সকাল দশটার দিকে
জেলা রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ কুমার ঘোষ ও
(ডোমার)সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ(ডিমলা)সহকারী রিটার্নিং অফিসার নূর-ই-আলম সিদ্দিকীর কার্যালয়ে প্রার্থীরা নিজ নিজ মনোনয়ন পত্র দাখিল করেন।
প্রার্থীরা হলেন ক্ষমতাসীন আওয়ামীলীগে হেভি ওয়েট প্রার্থী আফতাবউদ্দিন সরকার।
জাতীয় পার্টির মোঃ তছলিম উদ্দিন,তৃনমুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এ্যাডঃএনকে আলম চৌধুরী,বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রণ্ট(বিএনএফ)এর সিরাজুল
ইসলাম,জাতীয় পার্টি(জেপি)মোঃমখদুম আজম মাশরাফি,বাংলাদেশ জাতীয়তাবাদী
আন্দোলন(বিএনএম)জাফর ইকবাল সিদ্দিকী,জাকের পার্টির মোঃলতিবালী রহমান
লতিফ,ন্যাশনাল পিপলস্ পার্টির করুনাময় মল্লিক,সতন্ত্র অপর দুই প্রার্থী খায়রুল আলম
বাবুল,ব্যারিস্টার ইমরান কবির চৌধুরী।
জেলা রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ ঘোষ দশ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিলের বিষয় নিশ্চিত করে বলেন প্রার্থীদের নির্বাচনী আচরন বিধি মেনে নির্বাচনের কাজ চালিয়ে যেতে হবে।কেউ
নির্বাচনের আচরন বিধি ভঙ্গকরলে কঠোর ভাবে দমন করা হবে। ১৮ ই ডিসেম্বর প্রতিক
বরাদ্দ হলে প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচারণা চালাতে পারবেন।