রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩২ পূর্বাহ্ন
ভূজপুর বৌদ্ধ পরিষদের উদোগে,
ফটিকছড়ির ভূজপুরের ঐতিহ্যে ঋদ্ধ হরিনা অমৃতধাম বিহারে,, Chif Cordinetor of
United Nature International Peace . Chittagong Division মানবতাবাদী বৌদ্ধ ভিক্ষু, ভদন্ত বিজয়ানন্দ ভিক্ষুর থেরোবরন অনুষ্টান সুসম্পন্ন হয়।
বিশেষ প্রতিবেদন ঃ- বাবলু বড়ুয়া
সুজলা সুফলা শস্য শ্যামলা ফটিকছড়ির ভূজপুর হরিনা অমৃতধাম বিহারে, উত্তর ফটিকছড়ি ভূজপুর আন্চলিক ভিক্ষু সমিতির মহাসচিব, ধাম্মামিশন ফাউন্ডেশনের সভাপতি ভদন্ত বিজয়ানন্দ ভিক্ষু র থেরোবরন অনুষ্টান ২৩ দুই দিন ব্যাপী শুভ কঠিন চীবর দান, পবিত্র ভিক্ষু সীমা, শ্রীমান বুদ্ধানন্দ শ্রামনের উপসম্পদা, ও মহাজ্ঞাতি সম্মেলন, হাজার হাজার মানুষের উপস্হিতির মাধ্যমে সুসম্পাদিত হয়।।
এ মহতী অনুষ্টানে।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন
ভদন্ত সুমংগল মহাথেরো মহোদয়।
সহ সভাপতিঃ বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা।
প্রধান ধর্মদেশক ঃ ভদন্ত এস,লোকজিত মহাথেরো,
পরিচালকঃ চান্দগাও শাক্যমুনি বিহার,
মূখ্য আলোচক ঃ ভদন্ত ডঃ জিনবোধি মহাথেরো,
বিশেষ ধর্মদেশকঃ ভদন্ত সাধনানন্দ মহাথেরো,
পরিচালকঃ বেতবুনিয়াশীলছড়ি অরন্য ভাবনা কেন্দ্র, রাংগামাটি।
সাবেক চেয়ারম্যান ঃ পালি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জনাব এ,টি,এম পেয়ারুল ইসলাম
চেয়ারম্যান ঃ চট্টগ্রাম জেলা পরিষদ,
প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন, Chif Cordinetor, United nature international peace Bangladesh Branch.
Mr. AMB. Dr. Raju Saha.
বিশেষ জ্ঞাতি ঃ অধ্যাপক, সুজন কান্তি বড়ুয়া, বান্দরবান সরকারী কলেজ।
উদ্ধোধকঃ ডাঃ প্রীতি বড়ুয়া
পরিচালকঃ মেনন মাতৃসদন হাসপাতাল,চট্রগ্রাম,
শুভেচ্ছা বক্তব্য দেন বাবু রনজিত বড়ুয়া
সভাপতি ঃ ভূজপুর বৌদ্ধ পরিষদ।
জনাব,শাহজাহান শিপন
৪নং ভুজপুর ইউনিয়ন পরিষদ।
বাবু সুকান্ত বড়ুয়া,
পরিচালকঃ সৃষ্টি ফাউন্ডেশন। বাবু সজল বড়ুয়া,
সভাপতি,
থেরোবরন উদযাপন কমিটি।
বাবু পবিত্র বড়ুয়া,
সম্পাদকঃ থেরোবরন উদযাপন পরিষদ।
বাবু জিনাংসু বড়ুয়া,
সভাপতি ঃ ওয়ার্ল্ড বুড্ডিস্ট এসোসিয়েশন ইন বাংলাদেশ।
বাবু রতন বড়ুয়া,
সহ সভাপতিঃ ওয়ার্ল্ড বুড্ডিস্ট এসোসিয়েশন ইন বাংলাদেশ।
প্রকৌশলী সমীরন বড়ুয়া,
কর্মকর্তাঃ বাংলাদেশ বিমানবাহিনী।
মিসেস সঞ্চিতা তালুকদার
সভাপতি ঃ বাংলাদেশ বৌদ্ধ মহিলা সমিতি।
সন্চালনায়ঃ বাবু ধনন্জয় বড়ুয়া (রুবেল)
মহাসচিবঃ ফটিকছড়ি সম্মীলিত বৌদ্ধ সমাজ।
২৬ ১১-২৩ সন্ধ্যা হতে বিবিধ কার্যক্রমের মাধ্যমে সুচনা হয, দানোত্তম শুভ কঠিন চীবর দান,পবিত্র ভিক্ষুসীমা প্রতিষ্টা,২৭-১১-২৩ সকাল ৮ ঘটিকায়,
শ্রীমান বুদ্ধানন্দ শ্রামনের শুভ উপসম্পদা,,
৯:০০ হতে সংঘদান, ধর্মসভা,
দিনভর হাজার হাজার মানুষের উপস্হিতি তে আয়োজন করা হয় মহতী জনসমাবেশের।
আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ আনসার – ভিডিপি সদস্যদের কড়া নজরদারীর মধ্যদিয়ে অনুষ্ঠিত ভদন্ত বিজয়ানন্দ থেরো বরন অনুষ্টানে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন ভূজপুর থানার তদন্ত অফিসার জনাব মন্জুরুল ইসলাম,,
খুবই চমৎকার একটা যুগোপযোগী প্রানবন্ত আয়োজনের মাধ্যামে হাজার হাজার মানুষের উপস্হিতি তে একটি মহান পুণ্যানুষ্টান সুসম্পাদিত হয়।।