শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন
বাড়ি বাড়ি গিয়ে রাতের আঁধারে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর
অভয়নগর প্রতিনিধি-
যশোরের অভয়নগরে করোনা পরিস্থিতির কারণে কর্মহীন মানুষের বাড়িতে গিয়ে রাতের আঁধারে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর।
রাতের আঁধারে এক একটি পরিবারের হাতে তুলে দিচ্ছেন- সাত কেজি চাল, দুই কেজি আলু, আধা লিটার তেল, আধাকেজী ডাল ও একটি সাবান। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় ৩ হাজার ৪৬৪ পরিবারকে দিয়েছেন খাদ্য সহায়তা।
এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক করোনা পরিস্থিতির কারণে সমস্যায় আছে এমন পরিবার চিহ্নিত করেছি। কে কোন দলের তা দেখিনি। প্রয়োজন আছে এমন পরিবারের তালিকা তৈরি করেছি। তালিকা অনুযায়ী ওইসব বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি।
কিভাবে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতির শুরু থেকে প্রায় প্রতিদিন রাতে আমার ড্রাইভার টুলু ও ছোট ভাই সাংবাদিক রাকিবুল ইসলাম রুবেলকে সঙ্গে নিয়ে বিতরণের কাজ শুরু করি।
এ পর্যন্ত উপজেলা ও পৌর এলাকার ৩ হাজার ৪৬৪টি কর্মহীন ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দিতে পেরেছি। অভয়নগরের মানুষের জন্য এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি অঙ্গীকার করেন।