সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ অপরাহ্ন
ডিমলায় জমির দ্বন্দ্বে ছেলের কোদালের কোপে পিতা নিহত।
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধী
নীলফামারী ডিমলায় জমির দ্বন্দ্বে নিজ সন্তানের কোদালের কোপে আব্দুল আজিজ(৭০)নামে এক পিতার করুন মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(২৮ নভেম্বর) সকাল ৯ টার দিকে
উপজেলার ঝুনাগাছা চাপানী ইউনিয়নে উত্তর সোনাখুলী মিলনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায় মঙ্গলবার জমি দ্বন্দ্বে ভূট্টা লাগানোকে কেন্দ্র করে আব্দুল আজিজের সাথে তার বড় ছেলে নূর ইসলামের সাথে বাড়ির পশ্চিম পার্শ্বে ঐ ভূট্টা খেতে মারামারি হয়। এক পর্যায়ে তার বড়ছেলে নূর ইসলাম এর হাতেথাকা কোদাল দিয়ে পিতা আব্দুল আজিজের মাথায় কোপ দেয়। এতে অতিরিক্ত রক্ত ক্ষরণ হয় তার বাবার। পরে স্থানীয়রা আব্দুল আজিজ কে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু ঘটে।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ রায়, ঘটনার সত্যতা নিশ্চিত করে
বলেন, ঘটনার পর থেকেই নিহতের ছেলে নূর
ইসলাম পলাতক। এ ঘটনার আইনি প্রক্রিয়া
চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য
নীলফামারী মর্গে পাঠানো হয়েছে।