শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:১০ অপরাহ্ন
ছেলের বিয়ের চারদিন বাকি বিদ্যুৎ পৃষ্ঠে
প্রানগেল পিতার
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
চারদিন পড় ছেলের বিয়ে,কতই-না হই হুল্লোর
হবে,আর সেই ছেলের বিয়ের আগাম প্রস্তুুতি হিসেবে বৈদ্যুতিক তারের কাজ করতে গিয়ে নীলফামারীর সদর কুন্দপুকুর ইউনিয়নে ভূপেন চন্দ্র রায়(৪৫) নামে এক পিতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার(২২ শে নভেম্বর) দুপুর দুইটার দিকে কুন্দপুকুর ইউনিয়নের পূর্বশালহাটি গ্রাম
এলাকায় এমন ঘটনাটি ঘটে।
মৃত ভূপেন চন্দ্র রায় ঐ এলাকার মৃত দুর্গা প্রশাদ রায়ের ছেলে।
পুলিশ ও পরিবার সুত্রে জানাযায় ভূপেন এর
ছেলে অনিত চন্দ্র রায়ের আগামী ২৭ ই শে নভেম্বর বিয়ে হওয়ার কথা। সে কারনে বাড়িতে
চলছিল সব প্রস্তুুতি।পিতা ছেলে দুজন মিলে বিদ্যুত লাইন এর কাজ করতেছিল বাড়িতে।এমন সময়েই ঘটে এ দুর্ঘটনা।
ভুপেন চিৎকার করলে বাড়ির লোকজন দৌরে গিয়ে দ্যাখেন তারের সাথে জড়িয়ে আছেন তিনি। পরে মেইন সুইচ বন্ধকরে দ্রুত উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ভূপেন চন্দ্ররায় কে মৃত বলে ঘোষণ করেন।
মৃতের ছেলে অনিত চন্দ্ররায় বলেন আগামী ২৭ শে নভেম্বর আমার বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। যে কারনে আমি ও বাবা মিলে আমাদের নিজ বাড়ির বৈদ্যুতিক তারের সংযোগ কাজ
করতে ছিলাম। বিয়ের মাত্র চারদিন পূর্বেই
বাবার মরদেহ কাধে করে শ্মশানে নিয়ে
যেতে হবে কখনোও ভাবীনাই।
নীলফামারী সদর থানা অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় কারো কোন অভিযোগ
না থাকায় আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।