শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৯ অপরাহ্ন
নীলফামারীতে গলায় ফাঁসদিয়ে এক বৃদ্ধের মৃত্যু
সত্যেন্দ্রনাথ রায়,নীলাফামারী,প্রতিনিধি
নীলাফামারীর ডোমারে গলায় ফাঁসদিয়ে আইয়ুব আলী(৬০)নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। কি কারেন তিনি মৃত্যু বরন করছেন কোন জানাযায়নি।
রবিবার(১৯ শে নভেম্বর)সকাল সারে নয়টার দিকে উপজেলার হরিনচড়া ইউনিয়নের শেওটগাড়ী গ্রামের ৬ নং ওয়ার্ডের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আইয়ুব আলী একই এলাকার মৃত বদিউদ মামুদের ছেলে।তার পাচঁ ছেলে এক মেয়ে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাজায় মৃত ব্যক্তি কানে কম শুনতো। ভুগছিল ডায়াবেটিক্স রোগে।মাঝে মাঝে উঠত পেট ব্যাথা।রবিবার সকালে পরিবারে লোকজন সবাই ছিল নিজ কাজে ব্যস্ত। সাড়ে নয়টার দিকে বাড়ির লোকজন বাড়িতে এসে দেখতে পায় দক্ষিণ ঘরের দরজা বন্ধ। ঘরের বেড়ার ফাঁক দিয়ে দেখতে পায় ঘরের আড়ার সাথে লাইলোন দড়িতে ঝুলছিল আইয়ুব আলীর দেহ। পরে
থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার
করে থানায় নিয়ে যায়। আলাদা বাড়ি করে থাকা মৃতের বড় ছেলে সাদেকুল ইসলাম বলেন আমার পিতা কি কারনে মৃত্যু বরন করেছে আমি জানিনা।
ডোমার থানার অফিসার ইনচার্জ মাহামুদ উন
নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মরদেহ ময়নাতদন্ত জন্য আগামী কাল নীলাফামারী জেলা মর্গে পাঠানো হবে এবং এ ব্যপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে ।