বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন
পটুয়াখালী-১ আসনের প্রার্থী সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার
মোঃ নুহু ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ সদর-মির্জাগঞ্জ-দুমকি আসনে আওয়ামীলীগের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ার।
তিনি ১৯ নভেম্বর রবিবার সকালে আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড থেকে মনোনয়ন ফরম কিনেন। ২০ নভেম্বর সোমবার বেলা ১০টায় মনোনয়ন বোর্ডের কাছে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলে জানান তিনি। তাকে পটুয়াখালী-১ আসনে মনোনয়ন দিলে নৌকার জয় সুনিশ্চিত হবে বলেও মনোনয়ন প্রত্যাশী সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার জানান। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পটুয়াখালী-১ আসনে যাকে মনোয়ন দিবেন তার পক্ষে কাজ করবেন বলেও জানান তিনি।
প্রকাশ, এ্যাডভোকেট গোলাম সরোয়ার জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ছিলেন। তিনি বদরপুর ইউনিয়নের চেয়ারম্যানও ছিলেন।