সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২৫ পূর্বাহ্ন
সড়ক দুর্ঘটনায় প্রান গেলো বৃদ্ধার, চালক গ্রেফতার
সত্যেন্দ্রনাথ রায়,নীলাফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে মোটরসাইকেল এর ধাক্কায় আহিমন বেগম(৭০)নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। অভিযোগের ভিত্তিত্তে চালক কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার(৫ নভেম্বর)দুপুরের দিকে উপজেলার
বোড়াগারী বাজার হতে পাগলীমার হাট সড়কের উত্তর বুদলীরপাড় নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত বিধবা একই এলাকার মৃত
বছির উদ্দিনের স্ত্রী বলে জানাগেছে।
ঘটনার পর পরেই পুলিশ খবর পেলে বোড়াগাড়ী বাজার থেকে মোটরসাইকেল চালক মিলন ইসলাম(২৫)কে আটক করে।
নিহতের ছেলে আমিজারন রহমান বাদী হয়ে
ঐ দিনেই থানায় হত্যা মামলা দায়ের করায় মিলন ইসলাম কে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার মিলন ইসলাম চিলাহাটি কাজিরহাট
এলাকার আবুল কালামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায় বোড়াগাড়ী
বাজারে চা খাওয়ার জন্য জাভেদের দোকানে
রাস্তা পাড়াপার হচ্ছিল আহিমন বেগম। এ সময় মোটরসাইকেল যোগে বোড়াগাড়ী
বাজার অভিমুখে আসতেছিল মিলন ইসলাম
পথে ঘটনাস্থলে ধাক্কা দেয়। স্থানীয়রা বৃদ্ধা কে
উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
গেলে কর্তব্যরত চিকিৎসক আহিমন কে মৃত
বলে ঘোষণা করেন।
ডোমার থানা অফিসার ইনচার্জ মাহামুদ উন
নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে আইনী প্রক্রিয়া চলমান আছে।