রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন
ডোমারে মডেল মসজিদ উদ্বোধন
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
ইসলামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এবং দেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের পদাংঙ্ক অনুসরণ করে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে৫৬৪ টি মডেল মসজিদ নির্মাণের ৬ষ্ঠ ধাপে ভারচুয়ালী বৈঠকে ডোমার উপজেলা মডেল মসজিদ উদ্ভোধন করেন।
এ প্রকল্পের মুল উদ্দেশ্য হলো ইসলামি ভ্রাত্তৃত্ব
ও মুল্য বোধকে প্রচার করা সেই সাথে চরমপন্থা ও জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামের সারমর্ম প্রচার করা, কারন ইসলাম ধর্ম কখনো এগুলো
সমর্থন করেনা।
সোমবার(৩০ অক্টোবর) দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভার্চুয়ালী ৬ষ্ঠ পর্যায়ে ডোমার উপজেলার মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন।
এসময় এপ্রান্তে মডেল মসজিদে উপস্থিত ছিলেন নীলফামারীর-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,ইউএনও নাজমুল আলম বিপিএএ,এসিল্যান্ড জান্নাতুল ফেরদৌস হ্যাপি,ওসি মাহমুদ উন নবী,ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,বেগম রৌশন কানিজ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মনোয়ার হোসেন,সাধারন সম্পাদক মনজুরুল ইসলাম চৌধুরী,সাবেক উপজেলা আওয়ামীগের সভাপতি খায়রুল আলম বাবুল প্রমূখ।