সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন
অজ্ঞাত প্রাণীর আক্রমনে ৬ ব্যক্তি হাসপাতালে
সত্যেন্দ্রনাথ রায়,নীলাফামারী,প্রতিনিধি
নীলাফামারীর সদর চওড়া ইউনিয়নে অজ্ঞাত
প্রাণীর আক্রমণের শিকার হয়ে শিশুসহ ৬ ব্যাক্তি আহত হয়ে মেডিকেলে চিকিৎসা গ্রহন করছে।
বৃৃহস্পতিবার(২৬ অক্টোবর)সকাল আটটার দিকে চওড়া ইউনিয়নের আড়াজী দলুয়া এলায়
এ ঘটনা ঘটে।
আক্রান্ত ব্যক্তিরা হলেন ঐ এলাকার মজিবরের
রহমানের ছেলে আনিছুর রহমান(৪৫),কেনা মাহমুদের ছেলে তায়াবুল ইসলাম(৩৫),হুমায়ুন কবিরের স্ত্রী উরুমী বেগম(২৪)ও ফজলার বাবুর স্ত্রী রুবি বেগম (৩২) ও তারই ছেলে ওমর ফারুক (২)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায় বাড়ির পাশের পতিত জমিতে ছাগল বাধতে জান
আনিছুর রহমান। হটাৎ বাঁশঝাড় থেকে একটি
অচেনা প্রাণী বেরিয়ে এসে আনিছুরের ছাগল কে আক্রমন করে। ছাগলকে বাঁচাতে গেলে আনিছুর তার হাতে পায়ে কামর বসিয়ে দেয় প্রণীটি । এ সময় আনিছুর চিৎকার
দিলে আশেপাশের এগিয়ে আসে, প্রণীটি পালিয়ে গিয়ে উঠানের খেলতে থাকা মিম ও
ওমর ফারুক কে আক্রমন করে।পরে যারাই
এগিয়ে আসে তাদের শ্বরিরে কামর বসিয়ে দেয় অজ্ঞাত প্রাণীটি । এ ভাবে ঐ ছয় ব্যক্তিকে আক্রমন করে প্রাণী। পরে এলাকাবাসী মিলে প্রাণীটিকে মেরে ফেলে।
আহতদের প্রথমে নীলাফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তিনজনের অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেন।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবুল খায়ের বিটু
বলেন আমার ইউনিয়নে অজ্ঞাত এক প্রাণীর কামরে শিশুসহ ছয় ব্যক্তি আহত।তার মধ্যে গুরতর আহত অবস্থায় রংপুরে চিকিৎসা নিচ্ছে তিনজন। অপর তিনজন নীলাফামারী জেনারেল হাসপাতালে । আমার এলাকার সবাইকে সর্তক থাকার অনুরোধ করেছি।কারন ভারত কাছে হওয়ায় হিংস্র প্রাণীরা আামাদের
এলাকায় ঢুকে ঘটাচ্ছে নানা দুর্ঘটনা।