শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লোহাগাড়ায় মাঠে সাধারণ শিক্ষার্থীগন। লোহাগড়ায় শ্রীঘরে নগদ টাকা ও ইয়াবা জব্দ। লোহাগড়ায় দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ। প্রকাশ্যে ছুরি মেরে হত্যার মূল আসামি কে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। সাতকানিয়ায় যুবকদের উদ্যোগে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুণর্মিলনী ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন আসামি গ্রেফতার লোহাগাড়া আলোকিত বাংলাদেশ এর উদ্যেগে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা৷ অনৈতিক কর্মকান্ড হতে ফিরে আসার আহ্বান জননেতা শাহজাহান চৌধুরী কেন্দ্র ঘোষিত চুনতি ইউনিয়ন’র উদ্যেগে বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

চোলাই মদ তৈরীর সরঞ্জামাদি ও ৩০৭ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার ২ জন গ্রেফতার।

চোলাই মদ তৈরীর সরঞ্জামাদি ও ৩০৭ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার ২ জন গ্রেফতার।

সিএমপি মিডিয়া ঃ- চট্টগ্রাম  ইং ২৫/১০/২০২৩

বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর, ০২নং মাইলের মাথা, লায়লা সিএনজি পাম্পের বিপরীতে, আবুল হোসেন ভিলা, ৫ম তলা, রুম নং-৩৫ ও ৩২ এর অভ্যন্তরে ।

বাদী এসআই(নিঃ)/মোঃ ফয়সাল সরোয়ার, বন্দর থানা, সিএমপি, চট্টগ্রাম সংগীয় অফিসারসহ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর, ০২নং মাইলের মাথা, লায়লা সিএনজি পাম্পের বিপরীতে, আবুল হোসেন ভিলা, ৫ম তলা, রুম নং-৩৫ এর অভ্যন্তরে হতে অভিযুক্ত আপেল চাকমা(২৮)’কে ধৃত করেন। অভিযুক্ত আপেল চাকমা(২৮) এর দখল হতে ক) ২৪২(দুইশত বিয়াল্লিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ, মূল্য অনুমান ১,২১,০০০/-(এক লক্ষ একুশ হাজার) টাকা ও মদ তৈরীর সরঞ্জাম ০৩টি বিভিন্ন সাইজের সিলভারের ডেকচি, ০১টি Redmi note 8 pro এন্ড্রয়েড মোবাইল উদ্ধার পূর্বক ইং ২৫/১০/২০২৩ তারিখ ১৪.১০ ঘটিকায় জব্দ তালিকা-১ মূলে জব্দ করেন। পরবর্তীতে বর্ণিত ০১নং অভিযুক্তকে নিয়ে থানায় আসার প্রাক্কালে পার্শ্ববর্তী একই বিল্ডিংয়ের ৫ম তলার ৩২ রুমে থাকা ০২নং অভিযুক্ত দুক্যে চাকমা(৩০) পুলিশ দেখে পালানোর চেষ্টাকালে তাহাকে ধৃত করেন। অভিযুক্ত দুক্যে চাকমা(৩০) এর দখল হতে ৬৫(পঁয়ষট্টি) লিটার দেশীয় তৈরী চোলাই মদ, ৩২,৫০০/-(বত্রিশ হাজার পাঁচশত) টাকা ও ০১টি Symphony S45 বাটন মোবাইল উদ্ধার পূর্বক ইং ২৫/১০/২০২৩ তারিখ ১৪.৫০ ঘটিকায় জব্দ তালিকা-২ মূলে জব্দ করেন।

জব্দ তালিকা-১ এর আলামত
ক) ক) ২৪২(দুইশত বিয়াল্লিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ, মূল্য অনুমান ১,২১,০০০/-(এক লক্ষ একুশ হাজার) টাকা ও মদ তৈরীর সরঞ্জাম ০৩টি বিভিন্ন সাইজের সিলভারের ডেকচি, ০১টি Redmi note 8 pro এন্ড্রয়েড মোবাইল।

এ সময়ে জব্দ করা হয়।
ক) মোট-৬৫(পয়ষট্টি) লিটার দেশীয় তৈরী চোলাই মদ, ৩২,৫০০/-(বত্রিশ হাজার পাঁচশত) টাকা
খ) ০১টি Symphony S45 বাটন মোবাইল।

আপেল চাকমা(২৮), পিতা-অনিল চাকমা, মাতা-রাঙ্গা মিলা চাকমা, সাং-বড়াদম, অনিল চন্দ্র চাকমার বাড়ী, রাঙ্গাপানিছড়া, ০৬নং দিঘীনালা ইউপি, থানা-দিঘীনালা, জেলা-খাগড়াছড়ি বর্তমানে-দক্ষিণ মধ্যম হালিশহর, ০২নং মাইলের মাথা, লায়লা সিএনজি পাম্পের বিপরীতে, আবুল হোসেন ভিলা, ৫ম তলা, রুম নং-৩৫, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম।

দুক্যে চাকমা(৩০), পিতা-প্রবা চন্দ্র চাকমা, মাতা-মৃত পনচুগি চাকমা, সাং-বড়াদম, খামারপাড়া, বুবইক্যাবিল, ০৬নং দিঘীনালা ইউপি, থানা-দিঘীনালা, জেলা-খাগড়াছড়ি বর্তমানে-দক্ষিণ মধ্যম হালিশহর, ০২নং মাইলের মাথা, লায়লা সিএনজি পাম্পের বিপরীতে, আবুল হোসেন ভিলা, ৫ম তলা, রুম নং-৩২, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম।

বন্দর থানার মামলা নং-২৪, তারিখ-২৬/১০/২০২৩ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণী ২৪(খ)/২৪(গ)/৩৭ রুজু হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com