রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন
রাংগুনীয়া থানার অন্তর্গত রাজানগর ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহারে প্রতি বছরের ধারাবাহিকতায় আচারিযা পূজা, বুদ্ধমুর্তি দান, সংঘদান ও মহাপবিত্রময় ধর্মসভা অনুষ্ঠিত।
বাবলু বড়ুয়া : চট্টগ্রাম
প্রাচ্যর রাণী খ্যাত চট্টগ্রাম জেলার ঐতিহ্য বাহী রাংগুনীয়া থানার অন্তর্গত রাজানগর ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহারে ২য় বারের মতো আয়োজন করা হয় বুদ্ধ মূর্তি দান, আচারিয পূজা, সংঘদান ও মহাপবিত্রময় ধর্মসভা উৎসব আজ মংগলবার ২৪-১০-২৩ ইং শত শত মানুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে,,
উদ্ভোধক ভদন্ত বিজয়ানন্দ থেরো,, প্রকল্প সচিব ঃ সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল।।
সভাপতি করেন ঃ রাজগুরু ভদন্ত উ ইন্দ্রচারা মহাথেরো,
অধ্যক্ষ, রাজানগর রাজবাড়ী বৌদ্ধ বিহার।
প্রধান অতিথি ঃ ভদন্ত লোকমিত্র থেরো,
অধ্যক্ষ, ঘাগড়াকুলবৌদ্ধ বিহার,,
প্রধান ধর্মদেশক ঃ ভদন্ত জ্ঞানবংশ থেরো,
অধ্যক্ষ, রাজানগর শান্তিনিকেতন বিহার,,
বিশেষ দেশকঃ ভদন্ত লোকশ্রী থেরো,,
অধ্যক্ষ, সিংহরিয়া বোধিনিকেতন বিহার।
বিশেষ দেশক ভদন্ত ধর্মানন্দ থেরো, অধ্যক্ষ,আমতলী জ্ঞানশ্রী বিহার,
বিশেষ দেশকঃ ভদন্ত বোধিশ্রী ভিক্ষু,
অধ্যক্ষ, হারুয়ালছড়ি বৌদ্ধ বিহার।
সন্চালনায়ঃ বাবু সুজন কান্তি বড়ুয়া
অধ্যাপকঃ বান্দরবান সরকারী কলেজ।।
দ্বিতীয় পর্ব ঃ
সভাপতি ঃ রাজগুরু ইন্দ্রাচারা মহাথেরো,
পরিচালকঃ রাজানগর রাজবাড়ী বৌদ্ধ বিহার।।
প্রধান ধর্মদেশক ঃ ভদন্ত উ পঞ্ঞাচক্ক মহাথেরো
পরিচালকঃ খৈয়াখালী ধম্মবিজয়ারাম বিহার।।
এই মহতী অনুষ্টানে উপস্হিত ছিলেন, চট্টগ্রাম ওয়ান ব্যাংক শাখা সহকারী ব্যবস্হাপক বাবু সুমন কান্তি বড়ুয়া,
আরও উপস্থিত ছিলেন,
১ নং রাজানগর সাতগড়িয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু বিমল কান্তি বড়ুয়া মহোদয়,,
খুবই চমৎকার একটা আয়োজনে ধর্মীয়ভাব গম্ভীর পরিবেশে একটি মহান পুন্যানুস্টান সুসম্পাদিত হয়।।
স্হানঃ ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহার।
রাংগুনীয়া, চট্টগ্রাম বাংলাদেশ।