রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪২ পূর্বাহ্ন
দূর্গাপুজা দেখতে গিয়ে ভ্যান উল্টে এক গৃহবধূর মৃত্যু
সত্যেন্দ্রনাথ রায়,নীলাফামারী,প্রতিনিধি
নীলাফামারীর জলঢাকায় ব্যাটারীচালিত ভ্যান
উল্টে সুধারানী(৩৮)নামে এক অটোযাত্রীর মৃত্যু হয়েছে।সাথে থাকা সন্তান ও স্বামী এ সময়
আহত হয়েছে।
সোমবার(২৩)রাত নয়টার দিকে উপজেলার
কৈমারি ইউনিয়নের খামাদ সিংড়িয়া ব্রীজের
খাদে পড়ে এ ঘটনা ঘটে।
মৃত সুধারানী উপজেলা শৌলমারি ইউনিয়নের সিংড়িয়া চাকলা এলাকার সুবাস চন্দ্র রায়ের স্ত্রী।
স্থানীয় সুত্রে জানাযায় নিজ পরিবারের সদস্যদের নিয়ে জলঢাকা উপজেলার বিভিন্ন পূজামন্ডবে পূজাদেখে বেড়ান সুধারানীর পরিবার। রাত নয়টার দিকে ব্যাটারীচালিত ভ্যান করে স্বামী সন্তান সহ বাড়ি ফিরতে ছিল। এ সময় চলন্ত অবস্থায় ভ্যানটি গর্তে ধাক্কা পেয়ে কৈমারির খামাদ সিংড়িয়া ব্রীজের খাদের নিচে পড়ে যায়। পড়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সুধারানী কে মৃতবলে ঘোষণ করেন। আহত তিন সন্তান ও স্বামীর নিবির চিকিৎসা চলছে।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি)মুক্তারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে, আহত-রা আশংকা মুক্ত।