রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন
ডোমারে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে পুকুড়ের পানিতে পড়ে আব্দুল্লাহ নামে তেরমাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার(২২ শে অক্টোবর)দুপুরের দিকে উপজেলার পাঙ্গামটুকপুড় ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মৃত শিশু আব্দুলাহ উপজেলা পাঙ্গামটুকপুড় ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এর শাহিন ইসলামের ছেলে।
স্থানীয় সুত্রে জানাযায় বাড়ির উঠানে সন্তানকে কাছে রেখে বাশেঁর কাজ করছিল পিতা শাহিন ইসলাম।পনের হতে বিশ মিনিট পড় দ্যাখেন তার ছেলে সেখানে নেই।সন্তান কে খুঁজতে থাকেন বিভিন্ন স্থানে পড়ে কোথাও না পেয়ে পুকুড়ে পাড়ে গিয়ে দ্যাখেন সন্তান আব্দুল্লাহর
মরদেহ পুকুরের পানিতে মৃত অবস্থায় ভাসতেছে।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ভূট্টো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন কোন অভিযোগ না থাকায় মরদেহের সৎকাজ হয়ে গেছে।