রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন
নীলফামারীতে যুবকের মৃত্যু,,পরে ছিল লেখা চিরকুট
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর সদরে রাসেল ইসলাম রানা(১৬)
নামে এক স্কুল ছাত্রের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সেই সাথে উদ্ধার হয় হাতে লেখা চিরকুট।আমার মৃত্যুতে যেন আমার মা বাবা না কাঁদে,,চিরকুটে লেখা।
বৃহস্পতিবার(১৯ শে অক্টোবর) সন্ধ্যার দিকে টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারের চিরারমিল এলাকায় ঘটে।মৃত যুবক রাসেল ইসলাম রানা ঐ এলাকার হোটেল ব্যবসায়ী আব্দুল হালিমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাজায় পারিবারিক
কলহের কারণে দুচিন্তায় ভুগতে ছিল রাসেল।
বৃহস্পতিবার বিকেলের দিকে নিজদের বাড়ির ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সন্ধ্যার দিকে ঘরে কোন সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকজন তাকে ডাকাডাকি শুরু করে।ডাকার পড়েও ঘরের ভেতর থেকে নেই কোন শব্দ।উৎকন্ঠায় লোকজন ঘরের বেরার ফাঁক দিয়ে দ্যাখেন ঘরের আরার সাথে গামচা পেচানো অবস্থায় মরদেহ ঝুলছে তার।পরে এলাকার লোকজন থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে থানায় একটি
অপমৃত্যু মামলা হয়েছে।