শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:১৩ অপরাহ্ন
ডোমারে বিদ্যালয়ের ভবন ও ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন উদ্বোধন
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমার বালিকা বিদ্যা নিকেতনে এক কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন উদ্বোধন করা হয়েছে।
সোমবার(১৬অক্টোবর) সকালে উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ডোমার বালিকা বিদ্যা নিকেতন চত্বরে ভিত্তি প্রস্থর ও আলোচনা সভার আয়োজন করে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানুর সভাপতিত্বে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্থর স্থাপন ও আলোচনা সভায় বক্তব্য দেন।
এসময় জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম, ডোমার থানা অফিসার ইনচার্জ(ওসি) মাহমুদ উন নবী,ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু,জেলা আওয়ামীলীগের সহসভাপতি খায়রুল আলম বাবুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক শহীদ আহম্মেদ শান্তু,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ময়নুল হক,প্যানেল মেয়র সেলিম রেজা প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুকের সার্বিক তত্ত্বাবধানে ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক,ছাত্রীগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে একই দিনে এমপি আফতাব উদ্দিন সরকার ডোমার বড়রাউতা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমি ভবন উদ্বোধন করেন। এ সময় ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র রায় সহ ভবন উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক,ম্যানে
জিং কমিটির সদস্য অভিভাবক ও শিক্ষার্থীগন
উপস্থিত ছিলেন।