সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৮ পূর্বাহ্ন
পাঁচলাইশ মডেল থানার অভিযানে চেক প্রতারণা মামলার ৫টি সাজাপ্রাপ্তসহ ৮ মামলার পলাতক আসামি গ্রেফতার।
সিএমপি মিডিয়া ঃ- চট্টগ্রাম
সিএমপি পাঁচলাইশ মডেল থানার এসআই শরীফ রোকনুজ্জামান, এসআই রুপন চৌধুরী, এএসআই সোহেল আহমেদ, এএসআই তোজাম্মেল হোসেন, এএসআই অমির কান্তি দে সঙ্গীয় ফোর্সসহ ১৬/১৬/১০/২০২৩ খ্রিঃ সুগন্ধা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে দায়রা- ১৫৯৫/১৫, সিআর- ১৮৯৭/১৪, ০২। দায়রা- ১৬৫১/১৫, সিআর- ১৮৯৮/১৪, ০৩। দায়রা- ১৩৫৭/১৭, সিআর- ২১৭৬/১৪, ০৪। দায়রা- ৬৩৮৮/১৬, সিআর- ১২২৮/১২, ০৫। দায়রা- ২৯৭৯/১৮, সিআর- ৭৬৪/১৫, সর্বধারাঃ- এন আই এ্যাক্ট ১৩৮ সংক্রান্তে ০৫টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত এবং ০৬। সিআর- ০২/১৯, ০৭। সিআর- ১৫২৪/১৮, ০৮। সিআর- ৫৮২/১৯ এর ০৩টি বিচারাধীন সিআর মামলাসহ মোট ০৮টি মামলার পরোয়ানাভূক্ত আসামি মোঃ হাবিব হোসাইন প্রঃ মিরাজকে গ্রেফতার করেন।
আসামি মোঃ হাবিব হোসাইন প্রঃ মিরাজ বাদুরতলাস্থ এমএফসি নামীয় ফল আমদানীকারক প্রতিষ্ঠান এর মালিক হয়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যক্তির নিকট থেকে চেকের মাধ্যমে ঋণ নিয়ে যথাসময়ে পরিশোধ না করায়, ক্ষতিগ্রস্থ ব্যক্তিগণ আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত আসামিকে বিভিন্ন মেয়াদে ০৫টি মামলায় সাজা প্রদান করেন, আরো ০৩টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। আসামি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশে পলাতক ছিলেন।