সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৮ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আলোচিত জসিম উদ্দিন হত্যামামলার মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে সিএমপির বন্দর থানা পুলিশ। বাঙ্গালি জাতি মুক্তির জন্য যে সংগ্রাম করেছিল তা ইতিহাসে সংরক্ষণ করতে হবে যথাযথ মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে বিজয় দিবস উদযাপিত খাগড়াছড়িতে ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত চোরাই তেল ক্রয়-বিক্রয় ও ডিবি পুলিশের ক্যাশিয়ার পরিচয়ে আলি গ্রেফতার বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪৭৫.২৫ কোটি টাকার চেক মাননীয় প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর। হযরত আব্দুল কাদের জ্বিলানী (রহঃ) সুন্নিয়া ফ্রি ফোরকানিয়া মাদ্রাসার উদ্ভোধন দক্ষিণ হালিশহর আকমল আলী সমূদ্র ঘাটে আগুনে পুড়েছে ৩৫ দোকান ঘর পাহাড়তলী থানার অভিযানে একটি দোনলা বন্দুকসহ দুইজন সন্ত্রাসী গ্রেফতার। সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

পাঁচলাইশ থানার অভিযানে চেক প্রতারণা মামলার ৫টি সাজাপ্রাপ্তসহ ৮ মামলার পলাতক আসামি গ্রেফতার।

পাঁচলাইশ মডেল থানার অভিযানে চেক প্রতারণা মামলার ৫টি সাজাপ্রাপ্তসহ ৮ মামলার পলাতক আসামি গ্রেফতার।

সিএমপি মিডিয়া ঃ- চট্টগ্রাম

সিএমপি পাঁচলাইশ মডেল থানার এসআই শরীফ রোকনুজ্জামান, এসআই রুপন চৌধুরী, এএসআই সোহেল আহমেদ, এএসআই তোজাম্মেল হোসেন, এএসআই অমির কান্তি দে সঙ্গীয় ফোর্সসহ ১৬/১৬/১০/২০২৩ খ্রিঃ সুগন্ধা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে দায়রা- ১৫৯৫/১৫, সিআর- ১৮৯৭/১৪, ০২। দায়রা- ১৬৫১/১৫, সিআর- ১৮৯৮/১৪, ০৩। দায়রা- ১৩৫৭/১৭, সিআর- ২১৭৬/১৪, ০৪। দায়রা- ৬৩৮৮/১৬, সিআর- ১২২৮/১২, ০৫। দায়রা- ২৯৭৯/১৮, সিআর- ৭৬৪/১৫, সর্বধারাঃ- এন আই এ্যাক্ট ১৩৮ সংক্রান্তে ০৫টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত এবং ০৬। সিআর- ০২/১৯, ০৭। সিআর- ১৫২৪/১৮, ০৮। সিআর- ৫৮২/১৯ এর ০৩টি বিচারাধীন সিআর মামলাসহ মোট ০৮টি মামলার পরোয়ানাভূক্ত আসামি মোঃ হাবিব হোসাইন প্রঃ মিরাজকে গ্রেফতার করেন।

আসামি মোঃ হাবিব হোসাইন প্রঃ মিরাজ বাদুরতলাস্থ এমএফসি নামীয় ফল আমদানীকারক প্রতিষ্ঠান এর মালিক হয়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যক্তির নিকট থেকে চেকের মাধ্যমে ঋণ নিয়ে যথাসময়ে পরিশোধ না করায়, ক্ষতিগ্রস্থ ব্যক্তিগণ আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত আসামিকে বিভিন্ন মেয়াদে ০৫টি মামলায় সাজা প্রদান করেন, আরো ০৩টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। আসামি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশে পলাতক ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com