সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৪ পূর্বাহ্ন
হত্যার মামলার আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৩
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কৃষক সুধির চন্দ্র রায়ের হত্যার প্রধান আসামী অমল চন্দ্র রায় (ভেকু) কে গ্রেফতার করেছে র্যাব-১৩ নীলফামারী।
শনিবার (১৪ ই অক্টোবর)দুপুরের দিকে রংপুর
জেলায় গঙ্গাচড়া থানার নোহালী ইউনিয়নের
ফোঁটামাটি গ্রামে গোপনে তার এক আত্মীয়ের থাকা অবস্থায় নীলফামারী র্যাব-১৩ তাকে গ্রেফতার করে।
আসামী অমল চন্দ্র রায় কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ বাহাগিলি ইউনিয়নের (নেতার বাজার) তেলেঙ্গা রায়ের ছেলে।
র্যাব-১৩ সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের
সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) অধিনায়কের পক্ষে ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এ তথ্য জানিয়েছেন। র্যাব আরো জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তার সম্পৃক্ততা থাকার কথা সে স্বীকার করেছে অমল চন্দ্র রায়। পরে থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য গত ১ পহেলা অক্টোবর সুপারি গাঁছ কাটাকে কেন্দ্র করে কৃষক সুধীর চন্দ্র কে পিটিয়ে মেরে ফেলা হয়।