শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
চুরির দায়ে ছেলের বিরুদ্ধে বাবা অভিযোগ ছেলেসহ গ্রেফতার ২
সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে
অটোরিক্সার ব্যাটারী চুরির দায়ে পিতার করা অভিযোগে মো জুয়েল (৩০)ও অপর শাহীনুর ইসলাম নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ ই অক্টোবর) ভোরের দিকে চুরি যাওয়া অটোরিক্সার ৪টি ব্যাটারী উপজেলার সোনরায় বাজার এলাকা থেকে উদ্ধার করা
হয়।
এ সময় নদীয়া শান্তপাড়া এলাকার মমিজ উদ্দিনের ছেলে মো জুয়েল নামে এক জনকে গ্রেফতার করে পুলিশ। এর পূর্বে অভিযোগ কারীর ছেলে শাহীনুর ইসলাম কে পুলিশ গ্রেফতার করেছে।
অভিযোগ সুত্রে জানাযায় ৭ অক্টোবর উপজেলার চিকনমাটি দীঘলটারি এলাকায়
মৃত ওহাব আলীর ছেলে মো ছবদের আলীর
বাড়ি থেকে আনুমানিক সন্ধ্যা পৌঁনে ছয়টার দিকে অটোরিক্সাটি চুরি হয়। পরে ওই দিনেই অনেক খোঁজাখুজির পর উপজেলার মোর পাকা রাস্তার ধারে পরিত্যাক্ত অবস্থায় ব্যাটারী
৪ টি অটোরিক্সাটি পাওয়া যায়। চেরেরা নিয়েগেছে ব্যাটারী ৪ টি। এই চুরির ঘটনায় থানায় লিখত একটি অভিযোগ দায়ের করেন ছবদের আলী।সন্দেহ হলে নিজের নেশাগ্রস্ত ছেলের নাম উল্লেখ করে থানায় একটি
অভিযোগ করেন তিনি।
ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী বলেন ঘটনায় বাদীর ছেলেসহ গ্রেফতার দুজনকে শুক্রবার দুপুরের দিকে আদালতে
পাঠানো হয়েছে।