সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন
নীলফামারীতে শিশু অপহরনে মুক্তিপন দাবি,টাকা পায়নি,মিলল শিশুর মরদেহ
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় আমেনা আক্তার নামে(৩)বছর বয়সী এক শিশু অপহরনের পর
হত্যার অভিযোগ উঠেছে।
ঘটনাটি নীলফামারী জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নে ৮ নংওয়ার্ডে হলদিবাড়ী তিস্তা নদীর চর এলাকায় ঘটে। ।
বুধবার(১১ অক্টোবর)বিকেলের দিকে জলঢাকা উপজেলার গোলমুন্ডা তিস্তা নদীর চর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এ সময় সেখান থেকে এক মহিলাসহ তিন ব্যাক্তিকে আটক করে। আটককৃতদের বিষয়ে প্রেসব্রিফিং এ বিস্তারিত যানানো হবে বলে পুলিশ জানিয়েছে।
নিহত আমেনা আক্তার উপজেলা গোলমুন্ডা
ইউনিয়নের চর হলদিবাড়ী গ্রামের আলকাজ
আলীর মেয়ে।
স্থানীয় ও পুলিশ সুত্রে যানা যায় গত সোমবার বিকেল ৫ টার দিকে বাড়ির বাহিরের উঠোনে প্রতিদিনের ন্যায় খেলাধুলা করছিল আমেনা।
তার মা নার্গিস সারাদিন রোজা থাকায় রান্না ঘরে যায় ইফতার করতে।ইফতার শেষে পড়েন নামাজ।সে সময় পর্যন্ত ঐ স্থানে খেলতে ছিল আমার মে আমেনা।নামাজ শেষে সারে ৬ টার
দিকে এসে দ্যাখেন মে আমার নেই।মেয়ে কে না
পেয়ে বাড়ির লোকজন সবাই মিলে বিভিন্ন জায়গা ও পুকুরে খুজতে থাকি আমেনা কে। কোথাও পাওয়া যায়নি তার সন্ধান।
তবে কয়েক দিন পূর্বে আমেনার চাচা আশরাফ এর একটি বাটন মোবাইল ফোন যায় হারিয়ে। সেই হারানো চাচার মোবাইলে ফোন দারা শিশুর বাড়িতে ফোন আসে।ফোনে চাওয়া হয় ১ লক্ষ ৫০ হাজার টাকা। টাকা না দিলে মেয়েকে মেরে ফেলার দেয়া হয় হুমকি। অপহরণ কারিদের কথা মত টাকা দিতে রাজি হন মেয়েটির পরিবার ।অপহরণ কারিরা টাকা রেখে আসতে বলেন বাড়ির পূর্ব পার্শের সবজি খেতে।বলে যথা সময়ে ছেরেদেয়া হবে আপনার মেয়েকে।
এরপর মেয়েটির ঘুমন্ত ছবি মেয়ের বাবার মোবাইলে ফোনের ইমোতে পাঠিয়ে দাবি করে মুক্তি পনের টাকা।পরে সেই মোবাইল নম্বরে পরিবারের লোকজন যোগাযোগ করার চেষ্টা
করলে নম্বরটি পাওয়া যায় বন্ধ ।
এরপর বুধবার বিকেলের দিকে গোলমুন্ডা
ইউনিয়নের তিস্তা নদীর চর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
মৃতের বাবা আলকাজ আলী বলেন আমি টাকা দিতে চেয়ে ছিলাম। আমার মেয়েকে কেন মারল?এ ঘটনার আমি উপযুক্ত বিচার চাই। এমন ঘটনায় আর কোন বাবার বুক যেন খালি না হয়।
এ বিষয় জানতে চাইলে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম দৈনিক বর্তমান খবর কে বলেন মরদেহ উদ্ধার, থানায় একটি মামলা দায়ের ও তিন জনকে আটক করা হয়েছে।