শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ অপরাহ্ন
শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় নীলফামারীতে মানববন্ধন
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
চুয়াডাঙ্গায় ভিক্টোরিয়া জুবিলী সরকারী মাধ্যমিক স্কুলের শিক্ষক হাফিজুর রহমান কে লাঞ্ছিত ও মারধর করার অপরাধে বিচারের দাবিতে নীলফামারীর শিক্ষককেরা ব্যানার হাতে রাস্তায় মানববন্ধন করেছে।
মঙ্গলবার(১০ ই অক্টোবর)সকাল সারে এগারোটার দিকে স্বাধীনতা অম্লান সৃতি স্তম্ভের
পাদদেশে ঘন্টাব্যপী মানববন্ধনের আয়োজন করে সরকারী মাধ্যমিক স্কুল ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা।
মানববন্ধন অনুষ্ঠানে নীলফামারী সরকারী মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক নলিনী কান্ত রায়,সরাকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বুলবুল আহমেদ ও সুধির চন্দ্র রায়সহ ঘটনার প্রতিবাদে অনেকে বক্তব্য রাখেন।
এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে
সেজন্য শিক্ষক হাফিজুর রহমান এর উপর হামলা কারী ছাত্রের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি
করেন।
মানববন্ধন শেষে শিক্ষকগন জেলা প্রশাসকের নিকট একটি স্মারক লিপি প্রদান করেন।