রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন
নীলফামারীর তিস্তায় বিবস্ত্র নারীর মরদেহ উদ্ধার
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর চর থেকে বিবস্ত্র নারীর (৩০) অর্ধগলিত এক অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার(৮ ই অক্টোবর)সন্ধ্যার দিকে উপজেলার খালিশা চাঁপানী ইউনিয়নের বাইশপুকুর এলাকার তিস্তা নদীর চর থেকে
ঐ নারীর বিবস্ত্র অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায় ঘটনার দিন
ঐ এলাকার কয়েকজন ব্যক্তি চরে গেলে বিবস্ত্র অর্ধগলিত এক নারীর মরদেহ দেখতে পান।দেখতে পেয়ে বিজিবিকে খবর দিলে বিকেলে বিজিবি পুলিশ কে খবর দেন।পরে ঘটনাস্থলে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে।
রবিবার(৮ ই অক্টোবর)এ ঘটনায় ডিমলা থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। যাহার মামলা নং ২২,মামলার তারিখ ৮ অক্টোবর২০২৩ইং।
ডিমলা থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম ঘটনার সত্যতা করে বলেন মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে।