রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় প্রানগেল যুবকের
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর সদরে সড়ক দুর্ঘটনায় প্রশান্ত
চন্দ্র রায়(২০)নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার(৫ অক্টোবর) রাত আনুমানিক সারে আটটার দিকে নীলফামারী হতে ডোমার
হাইওয়ে সড়কের মাঝামাঝি মান্দির দোলায় ও নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্র সংলগ্ন স্থানে এ ঘটনাটি ঘটে।
মৃত প্রশান্ত চন্দ্র রায় সদর উপজেলা টুপামারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এর নিত্যানন্দী গ্রামের মৃত চন্দন চন্দ্র রায় ছেলে ও চিকিৎসা ধীন মোশাররফ হোসেন রামগঞ্জ এলাকার কাইয়ুম ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় রাত আনুমানিক সারে আটর দিকে মোটরসাইকেলে করে তার বন্ধু মোশারফ হোসেন(২২)কে সাথে করে ডোমার অভিমুখে আসতে ছিল প্রশান্ত চন্দ্র রায়। এমন সময় বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-খ ১১-১২৫৫ এত নম্বরের একটি প্রাইভেট কার তার মোটর সাইকেলটিতে সরাসরি ধাক্কা দিলে প্রাইভেট কারের নিচে পরে যায় প্রশান্ত। তার মাথা উপর দিয়ে কারটি চালিয়ে দেয় চালক।মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হলে ঘটনা স্থলেই তার মৃত্যু ঘটে প্রশান্ত চন্দ্র রায়ের।তারবন্ধু পরে যায় রাস্তার ধারে স্থানীরা তাকে দ্রুত উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক প্রাইভেট কারটি
থানায় নিয়ে আসা হয়েছে ও আহত ব্যক্তি নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এখনো কোন মামলা হয়নি তবে প্রক্রিয়া চলছে।