শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
ইপিজেড থানার অভিযানে সেপ্টেম্বরে ৬০ টি হারানো মোবাইল উদ্ধার।
সিএমপি মিডিয়া ঃ- চট্টগ্রাম
সিএমপি বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানা’র সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শেখ শরিফুজ্জামান ও সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে, ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হোসাইনের নেতৃত্বে, ইপিজেড থানার অফিসারগণ তথ্য ও প্রযুক্তির সহায়তায়
সেপ্টেম্বর /২০২৩ খ্রিঃ মাসে ইপিজেড থানা এলাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে জিডিমূলে মোট ৬০ টি হারানো মোবাইল উদ্ধার করেছে।
উদ্ধারকৃত মোবাইলগুলো পরবর্তীতে প্রকৃত মালিকের জিম্মায় হস্তান্তর করা হয় ৷
এসময়ে উদ্ধার হওয়া মোবাইল হাতে পেয়ে মোবাইল মালিকেরা ইপিজেড থানার টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।