সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩ পূর্বাহ্ন
নীলফামারীতে বোনের বিয়ে ভেঙ্গে দেয়ায় বন্ধুকে খুন করল বন্ধু আটক ৪
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জে মোর্শেদুল ইসলাম
হত্যাকান্ডে অভিযুক্ত ৪ আসামি কে আটক করেছে পুলিশ।
আসমীরা নিহতের বন্ধু সেলিম মিয়া,আনারুল
ইসলাম,বাদশা আলমগীর,ইব্রাহিম ইসলাম বলে নিশ্চিত করেছে পুলিশ । সোমবার (২ অক্টোবর) দুপুরের দিকে নীলফামারী জেলা
পুলিশের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এসব কথা জানান জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর।
পুলিশ জানায় নিহত ও আসামিরা একসাথে নিয়মিত গাঁজা সেবন করত। তাদের টাকা লেনদেনের মধ্যে বিরোধও ছিল। হত্যার শিকার মোর্শেদুল আসামী ইব্রাহিমের বোনকে পালিয়ে বিয়ে করেছে বলে এলাকায় মিথ্যা তথ্য রটিয়ে
বেড়াতেন।অপরদিকে আরেক আসামি সেলিমের বিয়ে ভেঙ্গে দেয়ার অভিযোগ আছে
মোর্শেদুল এর বিরুদ্ধে। এমন সব কারণে মোর্শেদুল কে সায়েস্তা করতে ফন্দি আঁটে
আসামিরা।
আসামী ইব্রাহিম গাঁজা কিনে ২৪
শে আগষ্ট রাতে মোর্শেদুল ফোন করে। সে আসলে আসমীরা তাঁকে হত্যার পর কাপর দিয়ে বেধে বস্তার মত করে কারবলা ডাংঙ্গার ধাইজান নদী খননের বালি স্তুুপে পুতে রাখেন।
হত্যাকান্ডে জরিত আরো ২ আসামি কে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।