শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:০০ অপরাহ্ন
ডোমারে জমকালো আয়োজনে উদ্বোধন হল সংগীত প্রতিযোগীতার
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
জমকালো আয়োজনের মধ্যদিয়ে ছিন্নমূল কর্মজীবীদের প্রতিভা অন্বেষনে নীলফামারীর ডোমারে এক সংগীত প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে।
নীলফামারী জেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান এ্যাড.মমতাজুল হক ফিতা কেটে এই সংগীত প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন।
রবিবার(১ পহেলা অক্টোবর) সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিট সময়ে উপজেলা শিল্পকলা একাডেমি মঞ্চে ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ এই উদ্যেগ গ্রহন করেন।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, সভায় প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডোমার ডিমলা -১ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার,বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি,ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী,জেলা পরিষদ সদস্য মেহেরুন আক্তার পলিন,মনজুর আহমেদ(ডন),উপস্থিত ছিলেন।
আরো ছিলেন মুক্তিযোদ্ধা,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,স্থানীয় গনমান্য ব্যক্তি, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
প্রসংঙ্গতঃপ্রতিযোগীতায় অডিশন রাউন্ডে ১০৬ জন প্রতিযোগী কে ইয়েস্ কার্ড প্রদান করা হয়।
প্রথম বিজয়ীকে ৫০ হাজার,বিজয়ী দ্বীতীয় কে ২৫ হাজারসহ দশ জন বিজয়ী কে পুরস্কৃত করা হবে।