বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন
ডোমারে বিনামূল্যে ছাগল ও ভেরার টিকা প্রদান ক্যাম্পেইন উদ্বোধন
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধিঃ
“পিপিআর রোগের টিকা দিন,ছাগল ও ভেরা সুস্থ্য রাখুন,,এই প্রতিপাদ্য সামনে রেখে নীলফামারীর ডোমারে বিনামুল্যে ৯ দিন ব্যাপী পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১পহেলা অক্টোবর) সকাল দশটার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল উদ্বোধনী কর্মসুচির আয়োজন করে।
এ সময় কালে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)সহকারী কমিশনার(ভুমি)
জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন কানিজ,কৃষি অফিসার(কৃষিবিদ)রফিকুল ইসলাম ও প্রধান
বক্তা হিসেবে ডোমার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসাপাতাল অফিসার, ডা. মোঃ মোজাম্মেল হক প্রমুখ। টিকা প্রদান কর্মসুচি ১ পহেলা অক্টোবর রবিবার শুরু হয়ে ৯ অক্টোবর পর্যন্ত কার্যক্রম চলবে।
আলোচনা শেষে অতিথি বৃন্দ অনুষ্ঠানে নিয়ে আসা প্রান্তিক কৃষকদের ছাগল ও ভেড়ার মাঝে টিকা প্রাদান করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।