শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
নড়াইলের মির্জাপুরে CIDO (সিডো) CUP-2023 আট দলীয় ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন অনুষ্ঠিত।
এম মাহমুদুল হাসান নিপুন
CIDO (সিডো) CUP-2023 আট দলীয় ফুটবল টুর্নামেন্টর শুভ উদ্বোধন আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত হলো। ২৮ সেপ্টেম্বর বিকাল ৩ টায় মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে Culture & Insight Development Organization.(CIDO) এর আয়োজনে, মির্জাপুর পৃথিকৃৎ সংসদ এর সার্বিক সহযোগিতায়,
কাজী আজীম হোসেনের সভাপতিত্বে এ টুর্নামেন্টর আনুষ্ঠানিক উদ্ভোন করেন, এ্যডভোকেট অচিন কুমার চক্রবর্তী জিপি. জজকোর্ট নড়াইল ও সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ নড়াইল সদর উপজেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এস এম আনিসুল ইসলাম,সাবেক চেয়ারম্যান ১২ নং বিছালী ইউনিয়ন পরিষদ ও রতন কুমার হালদার, উপ পরিচালক জেলা সমাজ সেবা কার্যালয় নড়ইল।
এসময় উপস্থিত ছিলেন মহিতুল আজাদ (ছোট বাবু) সভাপতি মির্জাপুর পৃথিকৃৎ সংসদ। উপস্থিত ছিলেন মির্জাপুর নড়াইল এর সাবেক কৃতি ফুটবলার খন্দকার মাকদুম বিল্লাহ,মির্জাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম,আকতার হোসেন কিংকু, শেখ বিল্লাল হোসেন কাজী রফিকুল ইসলাম,খান মানোয়ার হোসেন,এন্তেজার ইমন,এ্যাড.রাসেল মোল্লা,আল মামুন(জিকো) কাজী সাজেদুল ইসলাম,খন্দকার রাজিম বিল্লাহ,প্রমুখ।
আনুষ্ঠানিক উদ্ভোধন শেষে উদ্ভোধনি ম্যাচে তুমুল লড়াইয়ে মাঠে নামে মির্জাপুর পৃথিকৃৎ ফুটবল একাদশ বনাম আলোকদিয়া ফুটবল একাদশ। এসময় হাজারো ফুটবল প্রেমিদের আগমনে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন। শ্বাস রুদ্ধকর এ ম্যাচে নির্ধারিত সময় শেষে ম্যাচটি ০/০ গোলে ড্র হয়।