সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২৩ অপরাহ্ন
নীলফামারীতে দুই ক্লিনিকে জরিমানা ৬০ হাজার টাকা
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশ রেফ্রিজারে ঔষধ সংরক্ষণের সাথে মাছ ও মাংস সংরক্ষণ
করাসহ সেবাগ্রহীতার জীবন বিপন্ন কারি কাজের জন্য অভিযান চালিয়ে দুই ক্লিনিকে
৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ক্লিনিক দুটি হলো সেভেন স্টার ক্লিনিক এন্ড
ডায়াগনস্টিক সেন্টার ও ফ্রেন্ডস হসপিটাল
এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভুমি)ও বিজ্ঞ নির্বাহী মেজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি
এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে সেভেন স্টার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মোঃ
গোলাম গাউস রুবেল কে ৪০ হাজার ও ফ্রেন্ডস হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কমল চন্দ্র দেবনাথ কে
২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।এ সময় ক্লিনিকের অনিয়ম ও অসংগতি গুলো সাতদিনের মধ্যে র্নিমুল করার সময় বেধে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আদালত পরিচালনা কালে এ সময় সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা.মো কামরুল হাসান নোবেল ও প্রসিকিউটিং অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর স্বাস্থ্য পরিদর্শক ও স্যানেটারি ইন্সপেক্টর মো আল আমীন রহমান ও ডোমার থানা পুলিশ।