শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৬ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আলোচিত জসিম উদ্দিন হত্যামামলার মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে সিএমপির বন্দর থানা পুলিশ। বাঙ্গালি জাতি মুক্তির জন্য যে সংগ্রাম করেছিল তা ইতিহাসে সংরক্ষণ করতে হবে যথাযথ মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে বিজয় দিবস উদযাপিত খাগড়াছড়িতে ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত চোরাই তেল ক্রয়-বিক্রয় ও ডিবি পুলিশের ক্যাশিয়ার পরিচয়ে আলি গ্রেফতার বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪৭৫.২৫ কোটি টাকার চেক মাননীয় প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর। হযরত আব্দুল কাদের জ্বিলানী (রহঃ) সুন্নিয়া ফ্রি ফোরকানিয়া মাদ্রাসার উদ্ভোধন দক্ষিণ হালিশহর আকমল আলী সমূদ্র ঘাটে আগুনে পুড়েছে ৩৫ দোকান ঘর পাহাড়তলী থানার অভিযানে একটি দোনলা বন্দুকসহ দুইজন সন্ত্রাসী গ্রেফতার। সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের সক্রিয় ৫ ডাকাত আটক।

ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের সক্রিয় ৫ ডাকাত আটক।

সিএমপি মিডিয়া ঃ- চট্টগ্রাম

এসআই (নিঃ) সুজন বড়ুয়া সঙ্গীয় এএসআই (নিঃ)/ পল্লব কিশোর দে, এএসআই(নিঃ)/ মোঃ আজহারুল ইসলাম, কং/৩৩১২ শেখ ওহিদুজ্জামান, কং/২২৭৮ জুয়েল চন্দ্র দে, কং/২৯০৮ মোঃ আলাউদ্দিন সকলেই মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ, সিএমপি, চট্টগ্রামদের সহায়তায় ধৃত আসামী ১) মোঃ রিপন(৩১), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, মাতা-বিলকিস বেগম, সাং-মলংমুরি(মেহের আলীর বাপের বাড়ী), মোহাম্মদপুর ইউপি, থানা-চাটখীল, জেলা-নোয়াখালী বর্তমানে চট্টগ্রাম শহরে ভাসমান; ২) মোঃ ইউসুফ(২৪), পিতা-মফিজুল্লাহ, মাতা-তাজলিমা বেগম, সাং-হুগলী(খানবাড়ী), থানা-রামগঞ্জ, জেলা-লক্ষীপুর বর্তমানে-চট্টগ্রাম শহরে ভাসমান, ৩) মোঃ অভিকুল ইসলাম(১৯), পিতা-আব্দুল মতিন, মাতা-সুফিয়া বেগম, সাং-মাঠবাজার চৌরাস্তার মোড়, মান্নার বাড়ীর পাশে, থানা-রংপুর সদর, জেলা-রংপুর, বর্তমানে চট্টগ্রাম শহরে ভাসমান, ৪) মোঃ হাসান(১৯), পিতা-মোঃ শাহাজাহান, মাতা-পারভীর বেগম, সাং-সর্বাতলী(কাদেরের বাড়ী), ডালুয়া ইউপি, থানা-নাঙ্গলকোট, জেলা-কুমিল্লা বর্তমানে চট্টগ্রাম ষোলশহর রেলস্টেশনে ভাসমান, ৫) ফয়সাল আহমেদ লিমন(১৯), পিতা-লিটন মিয়া, মাতা-পারভীন আক্তার, সাং-সেতুভাঙ্গা(মিয়া বাড়ী), থানা-সেনবাগ, জেলা-নোয়াখালী বর্তমানে চট্টগ্রাম শহরে ভাসমান, ৬) মোঃ আজম খান(৩০), পিতা-আব্দুর রশিদ, মাতা-রশিদা বেগম, সাং-ইদপুকুরিয়া(পশু ডাক্তারের বাড়ী), ৩ নং ওয়ার্ড, পৌরসভা, থানা-চন্দনাইশ, জেরা-চট্টগ্রাম বর্তমানে-শামসুল আলমের বিল্ডিংয়ের ভাড়াটিয়া, ১২ নং রোড, কসমোপলিটন আবাসিক এরিয়া, ২ নং গেইট, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম এবং তাহাদের হেফাজত হইতে উদ্ধারকৃত ০২টি লোহার বাটযুক্ত লোহার টিপছোরা, ০১টি ব্লেড, ০১টি স্টীলের কার্টার, ১টি লোহার টুকরা, ০১টি স্ক্রু-ড্রাইভার, ০১টি লোহার খুরফি, ০১টি লোহার ছেনি, ০১টি উঠউ প্লেয়ার, নষ্ট মোবাইল ডিসপ্লে-২৩ টি, ০১টি সিপিইউ, ০১টি মনিটর, ২৪টি এনড্রয়েড মোবাইল ফোন এবং ০৯ টি বাটন সেটসহ আপনার থানায় হাজির হইয়া এই মর্মে এজাহার দায়ের করিতেছি যে, মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের সাধারণ ডায়েরী নং-৩৩৮, তারিখ-১৯/০৯/২০২৩ খ্রিঃ মূলে পুলিশ পরিদর্শক আরিফুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও র্ফোস সহ মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে ১৯/০৯/২০২৩ ইং তারিখ অনুমান ১৪.৩০ ঘটিকার সময় পাঁচলাইশ থানাধীন জিইসি মোড় এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারে যে, শহরের বিভিন্ন স্থান থেকে যাত্রীবাহী বাস ও যানবাহনে আগত যাত্রীদেরসহ বিভিন্ন যানবাহন থামিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে কতিপয় ডাকাত দলের সদস্য সিএমপির পাঁচলাইশ থানাধীন ও.আর নিজাম রোডস্থ পরিত্যক্ত পুরাতন ডেন্টাল মেঢিকেল ভবনের নিচে ০৭/০৮ জন ডাকাত সদস্য ডাকাতি করার জন্য অস্ত্রশস্ত্র সহ সমাবেত হইয়া ডাকাতির প্রস্তুতি গ্রহণ করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া সংবাদের সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে ১৯/০৯/২০২৩ইং তারিখ দুপুর অনুমান ১৪.৫০ ঘটিকার সময় বর্ণিত স্থানে পৌছা মাত্র ডিবি পুলিশের উপস্থিতি টের ৭/৮ জন লোক এলোপাথারী দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্স ও স্থানীয় লোকজনের সহায়তায় তাহাদের মধ্যে ০৫ (পাঁচ) জন ডাকাত সদস্যকে ধৃত করতে সক্ষম হয় এবং ২/৩ জন ডাকাত সদস্য বিল্ডিংয়ের উত্তর-পূর্ব কোণার দিক দিয়ে দৌড়ে পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ তারা তাহাদের উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে। তথায় উপস্থিত সাক্ষী ক) মোঃ সুমন(৩৯), পেশায়-গাড়িচালক, মোবাইল নং-০১৮৩৬-৭৩৪৮৫৩, পিতা- নুর ইসরাম, মাতা-রহিমা বেগম, সাং-চরগুতা, শাহজাহানের বাড়ী, ১৭নং ইউপি, থানা-লক্ষীপুর সদর, জেলা-লক্ষীপুর বর্তমানে-আজগর জমিদারের ভাড়াটিয়া, ৩নং ফকিরহাট, থানা-বন্দও, জেলা-চট্টগ্রাম, খ)রায়হান উল্ল্যাহ(২৮), পেশায়-ব্রবসায়ী, মেবাইল নং-০১৮২১-৭০৮৪৬৬, পিতা- আমিন উল।ল্যাহ, মাতা-ফাতেমা বেগম, সাং-ওসমানপুর, ৫নং ইউপি, মফিজ মেম্বারের বাড়ী, থানা-জোরারগঞ্জ, জেরা-চট্টগ্রাম বর্তমানে-মসজিদ কলোনী, ১৭৯ নং বাসা, চট্টগ্রাম মেডিকেল কলেজ, স্টাফ কোয়ার্টার, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম, গ) মোঃ জাহাঙ্গীর আলম(৫৫), পেশায়-কসাই, মৃত আবুল খায়ের , মাতা-আমেনা বেগম, সাং-বিবিরহাট(ভান্ডারীগলি), থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রামসহ আশপাশের লোকজনের উপস্থিতিতে ধৃত আসামী ১) মোঃ রিপন (৩১) এর দেহ তল্লাশি কালে তাহার পরিহিত লুঙ্গির পিছনে মোড়ানো অবস্থায় ক) লোহার বাটযুক্ত ০১ টি লোহার টিপছোরা, বাটসহ যাহার দৈর্ঘ্য ৯ ইঞ্চি লম্বা। ধৃত আসামী ২) মোঃ ইউসুফ (২৪) এর দেহ তল্লাশি কালে তাহার পরিহিত প্যান্টের ডান পাশের পকেটে খ) লোহার বাটযুক্ত ০১ টি টিপছোরা, বাটসহ যাহার দৈর্ঘ্য ০৯ ইঞ্চি লম্বা। ধৃত আসামী ৩) মোঃ অভিকুল ইসলাম(১৯) এর দেহ তল্লাশি কালে তাহার প্যান্টের বাম পাশের পকেটে হতে গ)০১টি ঝঁঢ়বৎ ঝঃধরহষবংং ব্লেড, ও পরিহিত প্যান্টের ডানপাশের পকেট হইতে ঘ) ২টি এনড্রয়েড মোবাইল ফোন যাহার মধ্যে ০১টি গোল্ডেন কালারের ঝধসংঁহম লক অবস্থায় ও ০১টি কালো রংয়ের ঝধসংঁহম টাচ্ ফোন লক অবস্থায়, ধৃত আসামী ৪) মোঃ হাসান(১৯) এর দেহ তল্লাশি কালে তাহার পরিহিত প্যান্টের পিছনের পকেটে থাকা ঙ) ০১টি নীল-হলুদ রংয়ের বাটযুক্ত স্টীলের কার্টার, যাহার দৈর্ঘ্য ০৭ ইঞ্চি ও তাহার পরিহিত প্যান্টের বামপাশের পকেট হইতে চ) ০২টি মোবাইল ফোন, যাহার মধ্যে ০১টি গোল্ডেন কালারের ডধষঃড়হ এনড্রয়েড ফোন বন্ধ অবস্থায় ও ০১টি রঃবষ নামীয় কালো রংয়ের বাটন সেট বন্ধ অবস্থায়; ধৃত আসামী ৫) মোঃ ফয়সাল আহম্মদ লিমন(১৯) এর দেহ তল্লাশি কালে তাহার পরিহিত প্যান্টের সামনের ডানপকেটে থাকা ছ) ০১টি লম্বা-গোলাকৃতির লোহার টুকরা যাহার দৈর্ঘ্য ০৩ ইঞ্চি ও পরিহিত প্যান্টের ডান পকেটে থাকা জ) ০২টি মোবাইল ফোন, যাহার মধ্যে ০১টি কালো রংয়ের ঠরাড় টাচ্ মোবাইল বন্ধ অবস্থায় ও ০১ টি ঝুসঢ়যড়হু বাটন মোবাইল বন্ধ থাকা অবস্থায় আলামত উদ্ধার করি। অতঃপর ১৯/০৯/২০২৩ইং তারিখ বিকাল অনুমান ১৫.৩০ ঘটিকার সময় পুলিশ পরিদর্শক জনাব আরিফুর রহমান এর উপস্থিতিতে বর্ণিত সাক্ষীদের মোকাবেলায় জব্দতালিকা মূলে বিধি মোতাবেক জব্দ করে।

এবং জব্দতালিকায় বর্ণিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করে। ধৃত আসামীগণকে জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ পালিয়ে যাওয়া আসামীদের সঠিক কোনো নাম-ঠিকানা প্রকাশ করতে পারে নাই। ধৃত আসামীগণকে তাহাদের নিকট হইতে উদ্ধার হওয়া মোবাইল ও টিপছোরা, ব্লেড, কার্টার ও মোবাইল ফোন সম্বন্ধে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তাহারা অজ্ঞাতনামা পলাতক আসামীগণসহ মিলে চট্টগ্রাম নগরীর প্রর্বতক মোড়সহ শহরের বিভিন্ন স্থানের যাত্রীবাহী বাস ও যানবাহনে বেরিকেড দিয়ে যাত্রীদের নিকট থেকে মোবাইল ও মানিব্যাগ লুট করিয়া নিয়া যায় এবং মোবাইল ফোনগুলো পাঁচলাইশ থানাধীন ষোলশহর ২নং গেইটস্থ সুমাইয়া টেলিকম নামক দোকানে স্বল্পমূল্যে বিক্রয় করিয়া দেয়। অতঃপর ধৃত আসামীদের দেওয়া তথ্যানুযায়ী বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্ত ধৃত আসামীগণ কর্তৃক দেখানোমতে ১৯/০৯/২০২৩ইং তারিখ বিকাল অনুমান ১৬.৩০ ঘটিকার সময় ২য় ঘটনাস্থল সিএমপির পাঁচলাইশ থানাধীন ষোলশহর ২ নং গেইটস্থ যমুনা সুপার মার্কেট সংলগ্ন সুমাইয়া টেলিকম এন্ড এন্টারপ্রাইজ নামীয় দোকানের ভিতর উপস্থিত হয়ে ৬ নং আসামী মোঃ আজম খান(৩০)’কে আটক করে। জিজ্ঞাসাবাদে ধৃত ৬নং আসামী তাহার উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে। ধৃত ০৬নং আসামীকে তাহার নিকট চোরাই মোবাইল ফোন থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, সে বিভিন্ন সময় ধৃত ০১ নং হতে ৫নং আসামীদের কাছ থেকে জ্ঞাতস্বারে কমমূল্যে ইতোঃপূর্বে বিভিন্ন সময়ে লুন্ঠিত মোবাইলসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র ক্রয় করেছে এবং বর্তমানেও ক্রয় করে আসছে। অতঃপর তথায় উপস্থিত স্বাক্ষী ক) ইফতিখার হোসেন তন্ময়(২০), মোবাইল নং-০১৮২৩-৯১৯৪৬৮ পিতা-মোঃ ইব্রাহিম, মাতা-দেলোয়ারা বেগম, সাং-কালু ডাক্তার বাড়ী, এ. জলিল সরকারী প্রাথমিক স্কুল এর পাশে, বেবি সুপার মার্কেট, থানা-পাচলাইশ, জেলা-চট্টগ্রাম; খ) ইমাম হাসান রাজু(২৮), মোবাইল নং-০১৩২৫-১৪০৩৭৮, পিতা-জয়নাল আবেদিন, মাতা-রিজিয়া বেগম, সাং-মুছাপুর(হোসেন তালুকদার বাড়ী),থানা-সন্দ্বীপ, জেলা-চট্টগ্রাম বর্তমানে- ইমাম লাইব্রেরী এন্ড স্টেশনারী, ষোলশহর ২ নং গেইট, ৬নং দোকান, যমুনা মার্কেট সংলগ্ন, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম, গ) মোঃ সোহাগ(৩২), মোবাইল নং-০১৮২৭২০৮০০০, পিতা- হাবিব উল্ল্যাহ , মাতা- পিয়ারা বেগম, সাং-কামারখালী(রব হাজী বাড়ী), থানা-লালমোহন, জেলা-ভোলা বর্তমানে-সিএন্ডবি কলোনী, আক্তার সাহেবের বাসা, থানা-খুলশী, জেলা-চট্টগ্রামসহ আশপাশের লোকজনের উপস্থিতিতে দোকানের ভিতরের বক্স হইতে ইতোপূর্বে আসামীগণ কর্তৃক বাসযাত্রী ও পথচারীদেও কাছ েেথকে লুন্ঠিত ক) ২০টি বিভিন্ন ব্যান্ডের ভালো এনড্রয়েড মোবাইল ফোন, যাহার সবকটি লক অবস্থায়; যাহার মধ্যে বিভিন্ন কালারের ঝুসঢ়যড়হু টাচ্ মোবাইল ফোন ০৮টি , ০২ টি কালো রংয়ের ডধষঃড়হ টাচ্ মোবাইল ফোন, ০২টি কালো রংয়ের ঝধসংঁহম টাচ্ ফোন, ০২টি ঐঁধবির টাচ্ মোবাইল যাহার মধ্যে ০১টি সাদা রংয়ের ও অন্যটি মেরুন রংয়ের, এবং ০১টি সাদা রংয়ের রঃবষ, ০১টি সাদা রংয়ের ঙঢ়ঢ়ড়, ০১টি গোল্ডেন রংয়ের খধাধ, ০১টি কালো রংয়ের ঘড়শরধ, ০১টি সিলভার রংয়ের ঐড়হড়ৎ, ০১টি কালো রংয়ের ছোট এ্যানড্রাইড টাচ্ মোবাইল ফোন , খ) ০১ টি লাল রংয়ের ডিভিডি প্লেয়ার যাহার গায়ে ইংরেজিতে ঈঐটঝঊও লেখা আছে, গ) মোবাইলের নষ্ট ও খোলা ডিসপ্লে-২৩ টি, ঘ) বিভিন্ন ব্রান্ডের বাটন সেট-০৭টি বন্ধ অবস্থায়, ঙ) ০১টি সিলভার রংয়ের  ব্রান্ডের সিপিইউ, চ) ০১টি কালো রংয়ের ইবহয় ব্রান্ডের মনিটর, ছ) ০১টি প্লাস্টিকের হাতলযুক্ত স্ক্রু-ড্রাইভার , যাহার দৈর্ঘ্য ১০ ইঞ্চি, জ) ০১ টি লোহার খুরফী, যাহার দৈর্ঘ্য ১১ ইঞ্চি ঞ) ০১ টি লোহার ছেনি, যাহার দৈর্ঘ্য ০৭ ইঞ্চি এর আলামত উদ্ধার করি। অতঃপর ১৯/০৯/২০২৩ইং তারিখ বিকাল অনুমান ১৭.৩০ ঘটিকার সময় পুলিশ পরিদর্শক আরিফুর রহমান এর উপস্থিতিতে বর্ণিত সাক্ষীদের মোকাবেলায় জব্দতালিকা মূলে বিধি মোতাবেক জব্দ করে এবং জব্দতালিকায় বর্ণিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করি ও নিজেও স্বাক্ষর করি। ধৃত ১ নং হতে ৫ নং আসামীগন অজ্ঞাতনামা ২/৩ জন পলাতক আসামসীসহ বিভিন্ন স্থান হতে আগত যাত্রীদের ও অন্যান্য যানবাহন বেরিকেড দিয়ে জনমানুষের বিভিন্ন মোবাইল ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র রাত্রিকালীন সময়ে ডাকাতি করার উদ্দেশ্যে দেশীয় তৈরি অস্ত্রশস্ত্র সহ ঘটনাস্থলে সমাবেত হইয়া প্রস্তুতি গ্রহন করিতেছিলো। ধৃত আসামীগণ চট্টগ্রাম মহানগরীর ভ্রাম্যমান ডাকাত দলের সদস্য মর্মে জানা যায়।

 

আসামীগণ দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় চুরি ও ছিনতাই করে আসছে। তাহারা চট্টগ্রাম মহানগর এলাকা সহ আশপাশের বিভিন্ন জেলা ও থানা এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধের সাথে সরাসরি জড়িত। ধৃত আসামী গণ ও তাহাদের সহযোগী পলাতক আসামীগণ পরষ্পর যোগসাজসে দেশীয় তৈরি অস্ত্রশস্ত্র সহ নিজ দখলে রাখিয়া ঘটনাস্থলে সমাবেত হইয়া ডাকাতি করার জন্য প্রস্তুতি গ্রহন করিয়া ও ইতোপূর্বে বিভিন্ন সময়ে লুন্ঠিত মোবাইল ফোন নিজ হেফাজতে রাখিয়া এবং বেচা-কেনা করিয়া পেনাল কোড ১৮৬০ এর ৩৯৯/৪০২/৪১২/৪১৩ ধারার অপরাধ করিয়াছে।

আসামী ১) মোঃ রিপন(৩১), ২) মোঃ ইউসুফ(২৪),৩) মোঃ অভিকুল ইসলাম(১৯),৪) মোঃ হাসান(১৯), ৫) ফয়সাল আহমেদ লিমন(১৯), ৬) মোঃ আজম খান(৩০)’সহ অজ্ঞাতনামা ২/৩ জন ডাকাত সদস্যের বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০ এর ৩৯৯/৪০২/৪১১/৪১২ ধারার নিয়মিত মামলা রুুজু হয়। ধৃত আসামী ও আলামত ডিবি হেফাজতে আছে। পলাতক আসামীদের গ্রেফতার ও নাম ঠিকানা সংগ্রহের চেষ্টাসহ আরো চোরাই মামলামাল উদ্ধারের জন্য শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া এবং অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com