সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২০ অপরাহ্ন
ডোমারে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে নীলফামারী ডোমার থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর)বিকেলের দিকে উপজেলা গোমনাতী ইউনিয়ন পরিষদ চত্বরে
ডোমার থানা এ অনুষ্ঠানের আয়োজন করে।
ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো সাইফুল ইসলাম, প্রধান অতিথি তার বক্তব্যে জুয়া,জঙ্গীবাদ,গুজব,আত্মহত্যাট সুফল, কুফল ও সামাজিক বিভিন্ন বিষয়ে নিয়ে বিস্তারিত তুলে ধরেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গোমনাতী ইউনিয়নের চেয়ারম্যান আহম্মেদ ফয়সাল শুভ ও আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম এ কবির দুলু,রাজনৈতিক ব্যক্তিবর্গ,ইউপি সদস্য,গ্রাম্যপুলিশসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।