শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০১:১৩ অপরাহ্ন
বিশাল স্বর্ণের চালান সহ কারবারি কে আটক করেছে ৫৬ বিজিবি নীলফামারী
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
ইন্ডিয়া পাচার কালে ১৯ কেজি স্বর্ণ ১টি মোটরসাইকেল,১ টি মোবাইল ফোন,২৪ হাজার ৬৯০ টাকা সহ মোহাম্মদ জুয়েল (৩২) নামে এক চোরাকারবারি কে গ্রেফতার করেছে বর্ডার গার্ড নীলফামারী ৫৬ (বিজিবি) টহল দল। উদ্ধার হওয়া স্বর্নের দাম ১৫ কোটি টাকাও উর্ধে বলে জানা গেছে।
রবিবার(১৭ ই সেপ্টেম্বর) সকাল শোয়া নয়টার দিকে পঞ্চগড় জেলার সদর ঘাগড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ৫৬ বিজিবি র অধিনায়ক লে কর্নেল আসাদুজ্জামান হাকিমে পরিচালনায় মালামাল সহ তাকে গ্রেফতার করা হয় ।
অভিযানে ১ টি মোটরসাইকেল,১ টি মোবাইল ফোন,২৪ হাজার ৬৯০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতার চোরা কারবারী পঞ্চগড় জেলা সদর হারিভাসা মধুপুর এলাকার আফসার আলীর
ছেলে।
বিজিবি সুত্র জানায় তারা গোপন সংবাদের
ভিত্তিত্বে ঘাগড়া বোর্ডার আউটপোস্ট (বিওপি)এর কমান্ডার নায়েক সুবেদার ননী গোপাল পাল এর নেতৃত্বে প্রধান পাড়ায় এ অভিযান পরিচালনা করে ১৯ টি স্বর্নের বার
১ টি মোটরসাইকেল,১ টি মোবাইল,২৪ হাজার ৬৯০ টাকা সহ হাতেনাতে জুয়েল কে গ্রেফতার
করে।
৫৬ বিজিবি’ র অধিনায়ক লে. কর্ণেল আসাদুজ্জামান হাকিম নিশ্চিত করে বলেন
উদ্ধার হওয়া সামগ্রীর মুল্য ১৫ কোটি ১২ লক্ষ
৬১ হাজার ৯৫৮ টাকা।
এ ঘটনায় ঘাগড়া বর্ডার আউটপোস্ট বিওপি পঞ্চগড় থানায় একটি মামলা করে আসামী জুয়েল কে পুলিশ কাছে হস্তান্তর করা হয়েছে।