শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০১:২৩ অপরাহ্ন
১ লক্ষ টাকার কাঠ জব্দ করল ডোমার বন বিভাগ
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী
প্রতিনিধিঃনীলফামারীর ডোমারে গোপন সংবাদের ভিত্তিত্তে অভিযান চালিয়ে এক লক্ষ টাকা মুল্যমানের কাঠ জব্দ করেছে ডোমার বন বিভাগ।
বৃহস্পতিবার(১৪ ই সেপ্টেম্বর) সোনারায় ইউনিয়নের সোনারায় বাজারস্থ ফুলমিয়ার
করাত কলহতে অবৈধ কর্তন কৃত গাছ গুলো উদ্ধার করা হয়েছে।
বন বিভাগ সুত্রে জানাযায় ২০০১-২০০২ইং সালের অংশীদারীত্ব মুলক(ষ্ট্রীপ)সংযোগ সড়ক বাগান ৩০ জন সদস্য মিলে খন্দকার পাড়া হতে এক নং ওয়ার্ড এর মসজিদ সংলগ্ন ৬ কিলোমিটার রাস্তায় বনায়ন করে। ঐ রাস্তার অবৈধভাবে গাছ কর্তনের ৩৫.৪৩ ঘনফুট কাঠ জব্দ করেছে ডোমার বনবিভাগ।পরে ডোমার রেঞ্জ অফিসে গাছ গুলো নিয়ে আসা হয়। যার আনুমানিক মুল্য ১ লক্ষ টাকার উপরে। অবৈধ কর্তন গাছ গুলো সোনারায় ইউনিয়নের ১ নং ওয়ার্ড এর কলন্দর পাড়া এলাকার মৃত কাল্ঠা মামুদের ছেলে নুর হোসেন ফুলমিয়ার ছ মিলে সংরক্ষণ করেছিল বলে ডোমার বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল হাকিম নিশ্চিত করেন।
বন বিভাগ সুত্র আরো জানায় বুধবার ১৩ই সেপ্টেম্বর গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি সোনারায় ইউনিয়নের রাস্তায় লাগানো গামারী,শিশু,মেহগনি গাছ কর্তন করা হয়েছে।সেই খবরের সুত্র ধরে আমরা সোনারায় ইউনিয়নের বিভিন্ন এলাকা তল্লাশি চালিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হই।ডোমার বনবিভাগ রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল হাকিম সোনারায় বাজারস্থ ফুলমিয়ার করাত কলে ৯ টি গাছের লগ পড়ে থাকতে দেখেন। পরে স্টাফ ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে গাছের লক গুলো জব্দ করে ডোমার রেঞ্জ অফিসে নিয়ে আসেন। অপর দিকে গাছ কর্তনের ঘটনায় সদস্য ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
ডোমার রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল হাকিম
আরো জানান গোলাম নুর হোসেন কে অবশিষ্ট গাছ রেঞ্জ অফিসে নিয়ে আসার নির্দেশ দেয়া হয়েছে। অবশিষ্ট গাছ নিদ্রিষ্ট সময়ে অফিসে জমা দিলেও তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে, জমা না দিলেও তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে বলে নিশ্চিত করেন ।