বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম মহানগর ইলেকট্রিক থ্রি হুইলার যানবাহন মালিক ফেডারেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত সিএমপির বন্দর থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ দুইজন গ্রেফতার মন্দিরের দানবাক্স ভেঙে চুরি, টাকা সহ ২ চোর আটক জেএমসেন হলে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানে গান পরিবেশন করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও গোলমাল সৃষ্টির ঘটনায় দুইজন গ্রেফতার পূজামণ্ডপ পরিদর্শনে সিএমপি কমিশনার। এই কিরে তোর ভালোবাসার প্রতিদান,,?? চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতালে অবৈধ কমিটির বিরুদ্ধে আন্দোলন চাঞ্চল্যকর মৎস্য ব্যবসায়ী জালাল উদ্দিন হত্যা মামলার পলাতক আসামি মোরশেদুর রহমান খোকা’গ্রেফতার র‍্যাব-৭ জুয়াড়ি তাহেরের রিক্সার গ্যারেজ থেকে ১৭ জুয়াড়ি আটক নৃত্যের তালে তালে গান গেয়ে চাঞ্চল্যকর হত্যাকান্ডের সাথে জড়িত পলাতক আসামি মেহেদী হাসান সাগর

চান্দগঁাও থানার সম্মুখে অস্থায়ী বাস কাউন্টার গুলোতে শৃঙ্খলা আনয়নের মতবিনিময় সভা

চান্দগঁাও থানার সম্মুখে অস্থায়ী বাস কাউন্টার গুলোতে শৃঙ্খলা আনয়নের মতবিনিময় সভা

ডেক্স নিউজ ঃ- সিএমপি মিডিয়া

চান্দগঁাও থানার সম্মুখে অস্থায়ী বাস কাউন্টার গুলোতে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে চট্টগ্রাম থেকে কক্সবাজার / বান্দরবান জেলায় চলাচলকারী আন্ত:জেলা বাস/ মিনিবাস পরিবহন পরিচালনা পক্ষগণের সাথে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) জনাব জয়নুল আবেদীন এর উদ্যোগে ট্রাফিক উত্তর অফিসের কনফারেন্স কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত সভার সভাপতি হিসেবে ডিসি ট্রাফিক উত্তর জনাব জয়নুল আবেদীন মহোদয় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং উপস্থিত বিভিন্ন পরিবহনের পরিচালনাপক্ষের সদস্যরা এ ব্যাপারে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।আদেশ এবং নির্দেশনাসমূহ অমান্য করলে সংশ্লিষ্ট পরিবহনগুলোকে সড়ক পরিবহন আইন,১০১৮ অনুযায়ী আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে সহযোগিতা করার জন্যে উপস্থিত সকলে একমত পোষণ করেন।উক্ত সভায় উপস্থিত ছিলেন এডিসি ট্রাফিক উত্তর জনাব কীর্তিমান চাকমা,এসি ট্রাফিক উত্তর জনাব আসিফ মাহমুদ গালিব, টিআই প্রশাসন উত্তর জনাব মোহাম্মদ কামাল হোসেন সহ উক্ত সড়কে পরিবহন পরিচালনা পক্ষের সোদিয়া এরো পরিবহন,হানিফ পরিবহন,হানিফ দ্রুতযান,শ্যামলী মা টুরিস্ট কোচ,ইউনিক পরিবহন লি:, স্বাধীন ট্রাভেলস লি:,এস আলম সার্ভিস, ঈগল স্পেশাল সার্ভিস,মারছা পরিবহন, পূরবী পরিবহন,সানলাইন পরিবহন,হানিফ সুপার পরিবহনের প্রতিনিধিগণ।উক্ত সভায় নিন্মোক্ত সিদ্ধান্তসমূহ গ্রহন করা হয় যথা,
১।সকল প্রকার বাস মিনিবাসসমূহ বহদ্দারহাট বাস টার্মিনালে অবস্থান করবে।
২।গাড়ী ছাড়ার ৫ মিনিট পূর্বে বাসগুলো টার্মিনাল থেকে সংশ্লিষ্ট কাউন্টারের উদ্দেশ্যে রওনা করবে এবং চান্দগঁাও থানার সামনে অস্থায়ী বাস কাউন্টারে যাত্রী উঠানোর জন্যে বাসগুলো সিঙ্গেল লাইনে থেকে ৪ মিনিটের মধ্যে তাদের কার্যক্রম শেষ করবেন।
৩।যেসকল কাউন্টারে নিজস্ব গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে তারা কোনো অবস্থাতেই মূল সড়কে দঁাড়িয়ে যাত্রী তুলতে পারবে না।
৪।নির্দিষ্ট স্টপেজ ছাড়া যেখানে সেখানে যাত্রী উঠানো-নামানো যাবেনা।
৫।ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো ডাইভার স্টিয়ারিং এ হাত দিতে পারবেনা, সংশ্লিষ্ট পরিবহন পরিচালনা পক্ষের কর্তৃপক্ষ তাহা নিশ্চিত করবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com