বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
ডিমলায় বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় বিদেশি পিস্তল সহ তরিকুল ইসলাম ওরফে পিচ্চি লিটন(৩৩)নামে
এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নীলফামারী র্যাব-১৩।
সোমবার(১১ ই সেপ্টেম্বর)দুপুরের দিকে ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের ভেন্ডিয়াপাড়ায় অভিযান চালিয়ে তাকে
গ্রেফতার করে র্যাব-১৩। গ্রেফতার কৃত তরিকুল (লিটন) নীলফামারী সদর কচুকাটা
ইউনিয়নের মৃত আমিনুর রহমানের ছেলে।
বিকেলের দিকে র্যাব-১৩,সিপিসি-২ এর নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংএ এসব তথ্য র্যাব-১৩ এর কমান্ডার আরাফাত ইসলাম জানান।
তিনি আরো জানান আমাদের কাছে তথ্য আছে বেশ কিছুদিন ধরে ডিমলা উপজেলার বিভিন্ন স্থানে অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে লিটন ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে।এরই সুত্রধরে এলাকায় আমারা গোয়েন্দা তৎপরতা শুরু করি। পরে খবর পাই অস্ত্র ব্যবসার
জন্যই এখানে সে অবস্থান করছে।এরই প্রেক্ষিতে গোপনে অভিযান পরিচালনা করার
সময় র্যাব এর উপস্থিতি টেরপেয়ে পালিয়ে
যাওয়ার সময় অস্ত্রব্যবসায়ী(পিচ্চি লিটনে)কে
আটক করা হয়।
র্যাব-১৩ এর কমান্ডার আরাফাত ইসলাম বলেন অস্ত্র ব্যবসায়ী (পিচ্চি লিটন)তার অস্ত্রটি
নাশকতা ও ছিনতাই কাজে ভারা দিত এবং নিজ কাজেও ব্যবহার করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে। তার সাথে জরিত ব্যক্তিদের গ্রেফতার করতে আমাদের গোপন অভিযান অভ্যাহত আছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন র্যাব-১৩ এর
সিপিসি-২ এর লেঃ কমান্ডার মেহেদী হাসান,
সিনিয়র এএসপি সালমান নুর রহমান ও সাংবাদিক বৃন্দ