রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন
তিস্তায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ,উদ্ধার করেছে পুলিশ
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
তিস্তা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ (৩৫) উদ্ধার করেছে নীলফামারীর ডিমলা থান পুলিশ।
রবিবার (১০ ই সেপ্টেম্বর) রাতের দিকে খগাখড়ীবাড়ী ইউনিয়নে দোহলপাড়া জামালের বাড়ি সংলগ্ন তিস্তারপাড় হতে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান জানান তিস্তার পানির স্রোতে মরদেহ ভেসে চরাঞ্চলে আটকে যেতে পারে বলে
ধারণা করছেন।
মরদেহটি পচন ধরায় স্থানীয় কেউ সনাক্ত করতে না পেরে পুলিশে খবরদিলে মরদেহ উদ্ধার করে (১১ ই সেপ্টেম্বর)সকালে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ওসি জানান। তিনি আরো জানান মরদেহটি দীর্ঘদিন পানিতে থেকে পচন ধরায় শনাক্তে কষ্টসাধ্য হয়ে পরেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে
নিশ্চিত হওয়া যাবে কি ভাবে মৃত্যু ও তার ঠিকানা।