রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:২২ অপরাহ্ন
নীলফামারী ডোমারে নানা আয়োজনে নন্দ উৎসব উৎযাপন
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে নানা আয়োজনে শ্রী
কৃষ্ণ পরমেশ্বর ভগবানের নন্দ উৎসব পালন করা হয়েছে।
শুক্রবার (৮ ই সেপ্টেম্বর)সকালের দিকে ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নের শালমারা গ্রামে খামাত পাড়া যুব ইউনিটের আয়োজনে নন্দ উৎসব পালন করা হয়।
হিন্দু সম্প্রদায়ের পুরোহিত মশাই বীরবল চক্রবর্তী জানান প্রতিবছর ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের কৃষ্ণ তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা এ নন্দ উৎসব (যা অঞ্চল ভেদে খেলা গুলো কাদোখেলা নামে পরিচিত) আয়োজন করে থাকে।এর খেলা গুলোর নাম যেমন বাঁশ কাদো খেলা,ঢুলানি কাদো,দধি কাদো খেলা বিভিন্ন নামে পরিচিত।খামাৎ পাড়া নন্দ উৎসব পালনের মাড়েয়া হরেন্দ্র নাথ রায় জানান এই উৎসব হিন্দু ধর্মাবলম্বীদের একটি পুরোনো কৃষ্টি কালচার,এ উৎসব পালনের মধ্যেই আমরা আমাদের অস্তিত্ব আকরে ধরে আছি ও নতুন প্রজন্মকে আমাদের কৃষ্টিকে জানান দিই,তাছারা এখানে বহু বছর যাবৎ এ উৎসব পালন করা হয়।
এ বিষয়ে কথা হলে উপজেলা পুজা
উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দেবব্রত রায় তপু বলেন এবার উপজেলায় ২ ই শোর অধিক স্থানে নন্দ উৎসব পালন করা হয়েছে। তাছাড়া কমিটি গুলো নিজ উদ্দ্যোগে নন্দ উৎসব পালন করে থাকে । এর পরেও সরকারের নির্দেশনা মেনে কমিটি গুলোকে উৎসব পালনে নির্দেশ প্রদান করা হয়েছে ।