রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:০৩ অপরাহ্ন
ডোমারে গলায় কলা আটকে ২ বছরের শিশুর অকাল মৃত্যু
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফমারীর ডোমারে তন্ময় চন্দ্র রায় (২)নামে কলা খেয়ে গলায় আটকে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(৭ ই সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার হরিনচড়া ইউনিয়নের শালমারা গ্রামের মধ্যপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। মৃত শিশু ঐ এলাকার অলোকান্ত রায়ের একমাত্র ছেলে।
সংশ্লিষ্ট ঐ ওয়ার্ড এর ইউপি সদস্য বনমালী চন্দ্র রায় মৃত্যুর বিষয় নিশ্চিত করেন এবং
জানান সকালে দিকে খাবারের বায়না
করলে তাঁর মা খাবারের জন্য কয়েকটি কলা তার হাতে দেয়। বাড়ির আসেপাশে হাটা চলা করে কলা খেতে থাকে শিশু তন্ময়। কিছুক্ষন পর বাড়ির লোকজন শিশুটি বাড়ির উঠানে পড়ে থাকতে দেখে শিশুরটির মুখ কলাদিয়ে ভর্তি।এ ঘটনা দেখে চিৎকার শুরু করেন তার মা। পরে আসপাশের লোকজন এসে শিশুটিকে দ্রুত নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেল সেখানকার কর্তব্যরত ডা.শিশুটি আগেই মারা গেছে বলে নিশ্চিত করেন।