রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন
১৩নং লেলাং ইউনিয়ন আওয়ামীলীগের ৮ টি ওয়ার্ডের পুর্নাঙ্গ কমিঠির অনুমোদন
বাবলু বড়ুয়া ঃ- চট্টগ্রাম
১লা সেপ্টেম্বর শুক্রবার ফঠিকছড়ি উপজেলার ১৩নং লেলাং ইউনিয়ন আওয়ামীলীগের ৮ টি ওয়ার্ডের পুর্নাঙ্গ কমিঠির অনুমোদন দেয়া হয়। এর আগে ফঠিকছড়ি উপজেলার আওয়ামীলীগ লেলাং ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক কমিঠির অনুমোদন দিয়ে ৯ টি ওয়ার্ডের পুর্নাঙ্গ কমিঠি গঠনের জন্য দিক নির্দেশনা প্রধান করেন ফঠিকছড়ি উপজেলার আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব গোলাপ রহমান ও সাধারন সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দীন মুহুরী। আলহাজ্ব নাজিম উদ্দীন মুহুরীর সার্বিক নির্দেশনা ও আহ্বায়ক জনাব ফারুখ ও যুগ্ন আহ্বায়কদের অক্লান্ত পরিশ্রমে ৮ টি ওয়ার্ডের পুর্নাঙ্গ কমিঠি গঠিত হয় এবং গতকাল অনুমুদিত হয়। কমিঠি হস্তান্তরকালে উপস্তিত ছিলেন ঊপজেলা আওয়ামীলীগের সন্মানিত সদস্য ও লেলাং ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি জনাব জসিম উদ্দিন মুহুরি । এছাড়াও আর উপস্তিত ছিলেন আহ্বায়ক জনাব ফারুখ, যুগ্ন আহ্বায়ক নাদের খান, মাওলানা জাহাঙ্গীর, মোঃ এয়াকুব, সেলিম মিয়া, শাহরিয়ার সাজু এবং ১,২,৩,৪,৬,৭,৮,৯ নং ওয়ার্ডেগুলির সভাপতি ও সাধারন সম্পাদকগন। কমিঠি হস্তান্তরকালে জসিম উদ্দিন মুহুরি নব গঠিত পুর্নাঙ্গ কমিঠির সভাপতি ও সাধারন সম্পাদকদের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রধান করেন।