রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:৩১ অপরাহ্ন
ডোমারে ফেন্সি ডেন্টাল হোমে জরিমানা ও সাময়িক বন্ধ
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে ফেন্সি ডেন্টাল হোম রেজিষ্ট্রেশন বিহীন হওয়ায় চিকিৎসকে ৮০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানটি সাময়ীক বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (৩০ আগষ্ট) দুপুরের দিকে সরজমিনে
গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেট নাজমুল আলম বিপিএএ, এ রায় প্রদান করেন।
এ সময় কালে আরো ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি জান্নাতুল ফেরদৌস হ্যাপি,র্যাব-১৩ সিপিসি ২ নীলফামারী কোম্পানি কমান্ডার লেঃ কর্নেল মেহেদী হাসান,ডোমার থানার পুলিশ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম বিপিএএ জানান (ফেন্সি ডেন্টাল হোম)তার সত্তাধিকারী ওমর ফারুক এর বিরুদ্ধে একধিক অভিযোগ রয়েছে। স্বাস্থ্য বিভাগ তদন্ত করে বিভিন্ন অসংগতি পাওয়ায় ফেন্সি ডেন্টাল হোম বন্ধ
করার সুপারিশ করেন।