রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:১১ অপরাহ্ন
নীলফামারী ডোমারে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ
সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান১শত পয়ত্রিশ টি সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার এর নিজস্ব তহবিল থেকে দ্বিতীয় দফায় সিলিং ফ্যান গুলো বিতরণ করা হয়।
মঙ্গলবার(২৯ শে আগষ্ট)দুপুরের দিকে উপজেলা প্রশাসন তাদের হলরুমে ফ্যান বিতরণ অনুষ্ঠানে আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য
বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার প্রতি
ষ্ঠানের প্রতিনিধিদের হাতে ফ্যান গুলো বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ উপজেলা এলজিইডি প্রকৌশলী মোস্তাক আহমেদ,ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি)মাহমুদ উন নবী।