রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন
পতেঙ্গা থানার অভিযানে ১ বৎসর কারাদন্ড ও সর্বমোট ৫০ লক্ষ টাকা অর্থ দন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।
সিএমপি মিডিয়া ঃ- চট্টগ্রাম
সিএমপি পতেঙ্গা মডেল থানার অভিযানে ০১ বৎসর বিনাশ্রম কারাদন্ড ও সর্বমোট ৫০,০০,০০০ টাকা অর্থ দন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।
সহকারী পুলিশ কমিশনার (কর্নফুলী জোন) ও অফিসার ইনচার্জ পতেঙ্গা থানার নির্দেশনায় এসআই খাজা এনাম এলাহী ও এসআই কিশোর বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ ২১/০৮/২০২৩ খ্রিঃ নগরীর ডবলমুরিং মডেল থানাধীন পাঠানঠুলি আসকরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ২ টি সিআর সাজা পরোয়ানা প্রতিটি পরোয়ানায় ০১ বৎসর করে কারাদন্ড এবং সর্বমোট ৫০,০০,০০০ টাকা অর্থ দন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আঃ রবকে আটক করেছে।
বিজ্ঞ আদালতের সিআর-১০২৭/২০১৯ (ডবলমুরিং থানা) ও সিআর-১৯৪৭/২১ (পতেঙ্গা থানা) মামলা ০২ টির সাজা পরোয়ানা মূলে আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে৷