বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
নীলফামারীর সৈয়দপুরে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে তানজিমুল আলম (২৫)নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা বলছে রবিবার সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেড়িয়ে গেলে আর বাড়িতে ফিরে আসেনি তানজিমুল। আজ সোমবার সকালের দিকে বাড়ির পাশে হাঁটতে গিয়ে ধান ক্ষেতের পানিতে মরদেহ পড়ে থাকতে দেখে মরদেহ সনাক্ত করে বাড়ির লোকজন।
সৈয়দপুর বোতলাগাড়ী ইউনিয়নের
প্রামানিক পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। মৃত যুবক তানজিমুল আলম ঐ এলাকার জাহাঙ্গীর আলম এর ছেলে ।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাম্প্রতিক দেশকাল কে বলেন ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী মেডিকেলে পাঠানো হয়েছে,রিপোর্ট পেলে যানা যাবে কি ভাবে মৃত্যু হয়েছে। অভিভাবকরা মামলার প্রস্তুুতি নিচ্ছে ।