রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
সত্যেন্দ্রনাথ রায়,
নীলফামারীতে ট্রেনে কাটা পরে আলম হোসেন (৫০) নামে এক বাক ও শ্রবন প্রতিবন্ধির মৃত্যু হয়েছে।
রবিবার(১৩ ই জুলাই)বিকেল বেলা নিউবাবু
সরকার পড়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
মৃত ব্যক্তি নীলফামারী সদর ঐ এলাকার মৃত মাকু মামুদের ছেলে।
স্থানীয়রা জানায় সে একজন বাক ও শ্রবন প্রতিবন্ধি মানুষ ছিলেন,লাইনে সে হাঁটতে ছিল এমন সময় খুলনা থেকে ছেড়ে আসা রুপসা এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি অভিমুখে যাচ্ছিল ট্রেনটি বার বার হুইসেল বাজালেও শুনতে না পেয়ে লাইন থেকে নামেনি ঐ ব্যক্তি।এতেই ট্রেনের নিচে কাটা পড়ে মারাযান তিনি।
কথা হলে সৈয়দপুর জি আর পি থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।মরদেহ পরিবার কাছে হস্তান্তর করা হয়েছে।