বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
নীলফামারী ডোমারে আন্তর্জাতিক কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে এক মতবিনিময়
সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১১ ই আগষ্ট) বিকাল সারে চারটার সময় নাট্য সমিতি মিলনায়তনে ডোমার আন্তর্জাতিক কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি এ মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সহ
সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন নীলফামারী সরকারি কলেজের সাবেক ভিপি নুর আলম ইসলাম, মীর্জাগঞ্জ কলেজের অধ্যক্ষ আনোয়ার হামিদ,ডোমার মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক মহিউদ্দিন আহম্মেদ,বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন,সোনারায় ইউনিয়নের
সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ,ডোমার শাখা আওয়ামী লীগের সহ সভাপতি করিমুল ইসলাম,ক্ষত্রিয় সমিতির কেন্দ্রীয় সাবেক সভাপতি বাবু গোরাচাঁদ অধিকারী, পেট্রোবাংলার সাবেক ব্যবস্থাপক
একেএম খালেদুল ইসলাম বাবলু, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ
শামসুদ্দিন হোসাইনি সুফী, বাংলাদেশ ব্যাংক এর যুগ্ম ব্যবস্থাপক মফিজুল ইসলাম মিঠু,বন্ধন সীডস্ এর ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন সহ ব্যবসায়ী,সাংবাদিক রাজনৈতিক ব্যক্তি উক্ত মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন।
বক্তরা তাদের বক্তব্যে বলেন ডোমার উপজেলায় অনেকেরে নানা বিষয়ে মতপার্থক্য
থাকতে পারে তবে সরকারের যেকোনো মেগা প্রকল্প উন্নয়নে ঐক্যবদ্ধ ও আন্তর্জাতিক কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনে ডোমার বাসীকে জোরালো দাবি তোলার আহব্বান জানান।