শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০২:০২ অপরাহ্ন
নীলফামারী ডোমারে চোরাই মালামাল সহ ৪ চোর গ্রেফতার
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে গোপন সংবাদের ভিত্তিত্বে চুরির মালামাল সহ চোরের চার সদস্য কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(১০ ই আগষ্ট)রাতে ডোমার থানা তদন্ত অফিসার মাসুদ করিমের নের্তৃত্বে এস আই সাকিল আহম্মেদ সংগীয় ফোর্স সহ বোরাগাড়ী ব্রীজ পাড় এলাকায় চুরির মালামাল বিক্রির সময় কালে হাতেনাতে ৪ চোর কে গ্রেফতার করে পুলিশ। থানা সুত্রে জানাযায়
চুরির মালামাল গুলো ০২ খানা বাইসাইকেল, টিউবওয়েল,প্লাস্টিকের পাইপ ও ঢেউটিন।
গ্রেফতার কৃতরা হলেন ডোমার পৌরসভা ছোটরাউতা গোডাউন পাড়া এলাকার মনোয়ার হোসেনের ছেলে মশিউর রহমান (২৫) একই এলাকার মৃত মোবারক হোসেন এর ছেলে গোলাম শানু(৩৫),মোজাফফর হোসেন ছেলে রশিদুল ইসলাম (৩০) ও ছোট রাউতা দাসপাড়া এলাকার বাটকুরু দাসের ছেলে ভুট্ট দাস্ (৩০)।
ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। যার মামলা নং-১৬।গ্রেফতার কৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো জানান গ্রেফতার কৃত তিন জনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।